প্রিয় মানুষেরা সিস্টার অ্যান্ড্রি বলেই ডাকত লুসিলকে। তখনও প্রথম বিশ্বযুদ্ধ বাঁধতে প্রায় এক দশক দেরি। ১৯০৪ সালের ১১ ফেব্রুয়ারি এ পৃথিবীতে পদার্পণ করেছিলেন লুসিল। আর চলে গেলেন, ১৭ জানুয়ারি, ২০২৩ এ।
আরও পড়ুন- নিয়োগের দাবিতে পথনাটিকা,অভিনব উপায় প্রতিবাদ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের
আরও পড়ুন- ভারতের এক নম্বর ব্যাটসম্যান নিজের বন্ধুর সঙ্গেই দিয়ে দিলেন বোনের বিয়ে!
advertisement
গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন ফরাসি এই নার্স। সারাজীবনই যিনি ঈশ্বর ও আর্তেরল সেবায় নিয়োদিত করেছেন। সম্প্রতি অসুস্থতা কিছুটা গুরুতর হয়ে উঠেছিল। তাঁকে ভর্তি করানো হয়েছিল টুলনের একটি নার্সিংহোমে। সেখানেই গত মঙ্গলবার রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয় লুসিলের।
নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন, লুসিলের চলে যাওয়া তাঁদের কাছে অবশ্যই দুঃখজনক। কিন্তু, লুসিলের কাছে এই মৃত্যু হল মুক্তি। তিনি সব সময়েই জীবনের ওপারের দুনিয়ায় তাঁর ভাইয়ের কাছে যেতে চাইতেন।