TRENDING:

‘গোপনাঙ্গ বেজায় বড়’,অদ্ভুত দাবি নিয়ে প্রেমিকের বিরুদ্ধে আদালতে যুবতী !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হারারে : তখন ছিল গভীর প্রেম ৷ মনে হত এই প্রেমটাই সব ৷ কাছের মানুষটা কাঁধে মাথা রেখে গোটা জীবনটা কাটিয়ে দেওয়া যায় ৷ এক মুহূর্তও প্রেমিককে কাছ ছাড়া করাটা যেন কঠিন হয়ে দাঁড়িয়েছিল ৷ দু’জনেরই মনের অবস্থা তখন এক ৷ শেষ পর্যন্ত বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েই ফেলেছিলেন জিম্বাবোয়ের হারারে শহরের দুই বাসিন্দা ৷ বছর ৩৭-এর প্রেমিক মুগোভে কুরিমাকে বিয়ে করেন ২৯ বছরের সিলিন্ডাইল মাঙ্গেনা।
advertisement

কিন্তু বিয়ের আগে ওই মহিলা নাকি এক্কেবার বুঝতেই পারনেনি তাঁর স্বামী এমনভাবে তাকে ‘আঘাত’ দেবেন ৷ তাঁরা বিয়ে করেছিলেন আজ থেকে দু’বছর আগে ৷ তবে আজ সব অতীত সম্পর্কের তিক্ততার জেরে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের ৷ তাও বেশ অনেকদিন হয়ে গেল ৷ তারপরেও সম্পর্কের তিক্ততা দূর হচ্ছে না ৷ প্রাক্তন প্রেমিক কুরিমার বিরুদ্ধে এক অদ্ভুত অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছেন সিলিন্ডাইল ৷

advertisement

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন অনুযায়ী, সিলিন্ডাইলের অভিযোগ, কুরিমা-র পুরুষাঙ্গ অস্বাভাবিক রকমের দীর্ঘ। কুরিমা-র সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হওয়ার আগে পর্যন্ত তাঁর নিজের গোপনাঙ্গ যথেষ্টই আঁটোসাঁটো ছিল। কিন্তু এখন তা একেবারে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে, আদালতকে স্পষ্ট জানিয়েছেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রাক্তন প্রেমিকের থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণের দাবিও করেছেন। ভারতীয় মুদ্রায় সাড়ে সাত লক্ষেরও বেশি টাকা চাওয়া হয়েছে। ক্ষতিপূরণের এই টাকা পেলে দক্ষিণ আফ্রিকায় গিয়ে স্ত্রী-অঙ্গটি পুনঃস্থাপিত করার জন্য সার্জারি করাবেন বলে জানিয়েছেন সিলিন্ডাইল। এই খবর সামনে আসতেই এখন গোটা বিশ্বে রীতিমতো আলোড়ন তৈরি হয়ে গিয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
‘গোপনাঙ্গ বেজায় বড়’,অদ্ভুত দাবি নিয়ে প্রেমিকের বিরুদ্ধে আদালতে যুবতী !