TRENDING:

বাঁদরকে যৌন হেনস্থা, তরুণীকে তিন বছর জেলের সাজা শোনাল আদালত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মানসুরা: শীতের সকালে চিড়িয়াখানায় যাননি এমন বাঙালির সংখ্যা খুবই কম ! আর চিড়িয়াখানায় গেলে নিশ্চই চোখে পড়েছে ‘পশুদের বিরক্ত’ করবেন না লেখা পোস্টার ৷ তবে, পশুকে বিরক্ত করে জেলে যেতে হল এল মহিলাকে ৷ আদালত দিল তিন বছরের কারাদণ্ডের নির্দেশ ৷
advertisement

ঠিক কী ঘটেছিল ?

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে থেকে জানা যাচ্ছে, মিশরের বাসিন্দা ২৫ বছর বয়সী এক তরুণী একটি বাঁদরের লিঙ্গে হাত দিয়ে মজা করছিলেন ৷ আর সেই ঘটনার ভিডিওটিও ক্যামেরাবন্দি করেন তিনি ৷ সেই ভিডিওটিই ধীরে ধীরে ভাইরাল হয়ে যায় ৷

মিশরের নীল নদের কাছাকাছি ডেল্টা শহরের একটি দোকানে ঘটা এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। দৃশ্যটিকে অশালীন বলে মন্তব্য করেন অনেকে। গোটা দেশেই নিন্দার ঝড় ওঠে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এর পরেই তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে মনসুরা প্রদেশের একটি বিচারালয়। তার বিরুদ্ধে জনসমক্ষে অশালীতার অভিযোগ প্রমাণিত হয়। আপাতত তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত ওই তরুণী।

বাংলা খবর/ খবর/বিদেশ/
বাঁদরকে যৌন হেনস্থা, তরুণীকে তিন বছর জেলের সাজা শোনাল আদালত