আরও পড়ুন- ভিড়ে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা! আতঙ্ক নয়, দুর্ঘটনা এড়াতে কী করবেন?
স্বামী এবং আত্মীয়স্বজন তাঁকে খুঁজেই চলেছিলেন। পুলিশে খবর দেওয়া হয়। শেষমেশ ৩২ ফুট লম্বা এক পাইথনের পেট কেটে উদ্ধার হল সিরিয়াতির লাশ। ইন্দোনেশিয়ার দক্ষিণ প্রান্তে সিতেবা গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নামে। সূত্রের খবর, বাড়ির কাছেই স্ত্রীর চপ্পল এবং ট্রাউজারস খুঁজে পেয়েছিলেন বছর ত্রিশের আদিয়ান্সা। স্থানীয় পুলিশ অফিসার ইদুলের কথায়, “এর কিছুক্ষণ পরেই আদিয়ান্সা সাপটাকে দেখতে পায়। বিশাল বড়! বিশাল পেট! সাপটা তখনও বেঁচে। ওটাই গিলে খেয়েছিল সিরিয়াতিকে।” তিনি আরও জানান, এ নিয়ে এলাকায় দ্বিতীয়বার পাইথন মারা হল একই মাসে।
advertisement
পাইথনের আস্ত মানুষ গিলে নেওয়ার ঘটনা বিরল ছিল, তবে সম্প্রতি বছরখানেক ধরে এ ধরনের ঘটনা বাড়ছে। কী ধরনের সতর্কতা অবলম্বন করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করছে স্থানীয় বন দফতর।