এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় (Social Media) একেবারে আলোড়ন ফেলে দিয়েছে৷ মহিলার মৃত্যুর পরে ৪৫ মিনিটে কেটে যাওয়ায় তিনি বেঁচে উঠলেন৷ অনলাইন সংবাদ পরিবেশন সংস্থা Mirror অনুযায়ি ভদ্রমহিলার মেয়ে প্রেগন্যান্ট ছিলেন৷ মেয়ের প্রসব যন্ত্রণা ওঠার পরেই তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে পৌঁছন৷ সেখানেই হঠাৎ করে তাঁর হার্ট অ্যাটাক হয়ে যায়৷
আরও পড়ুন - Job Vacancy: ৪৫০ পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে সাউথ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড! কী ভাবে আবেদন করবেন?
advertisement
মেয়ের হল লেবার পেন আর মায়ের হল হার্ট অ্যাটাক
কৈথি পৈটন (Kathy Patten) সে সময় গলফ খেলছিলেন৷ সে সময় তাঁর কাছে ফোন আসে মেয়ের প্রসবযন্ত্রণা (Labour Pain) শুরু হয়েছে৷ উনি সেখান থেকেই সরাসরি রওনা দেন৷ তারপর নিজের মেয়েকে নিয়ে হাসপাতালে যান৷ সেখানে মেয়েকে ডেলিভারির জন্য ভর্তি করেন এবং নিজের হার্টঅ্যাটাক (daughter having labour mother having heart attack) হয়৷ এতে তাঁর মৃত্যু হয়৷ চিকিৎসকরা কৈথির পালস (Pulse) দেখেন৷ সেটা বন্ধ হয়ে গিয়েছিল৷ তাঁর মস্তিষ্কে অক্সিজেন (Oxygen To The Brain) পৌঁছচ্ছিল না৷ তাঁকে বাঁচাতে মরিয়া চেষ্টা শুরু করেন চিকিৎসকরা৷ তাঁকে সিপিআর (CPR) দেওয়া শুরু হয়৷
আরও পড়ুন - Job Vacancy: বিভিন্ন বিভাগে অশিক্ষক কর্মচারী নিয়োগ করবে NIT আগরতলা, আবেদন সত্বর!
নাতির জন্মের আগেই ফের বেঁচে ওঠেন মহিলা
প্রায় এক ঘণ্টা অবধি চিকিৎসকরা তাঁকে সিপিআর দিতে থাকেন৷ এরইমধ্যে ৪৫ মিনিট পরে ফের শ্বাস নিতে থাকেন ওই ভদ্রমহিলা৷ তাঁর পালস রেট ফিরে আসে৷ চিকিৎসকরা ফের একবার তাঁকে পরীক্ষা করে জানান যে ম্যাজিক সত্যি হয়েছে মারা যাওয়ার পর বেঁচে ফিরে এসেছেন ওই মহিলা৷ তিনি দ্বিতীয়বার বেঁচে ওঠার পর তাঁর মেয়ে শিশুর জন্ম দেন৷ কৈথি এই ঘটনার পর ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেছেন তিনি দিদা হওয়ার জন্যেই এই দ্বিতীয় জীবন পেলেন৷