আমেরিকার রিয়েলিটি শোয়ের(Woman earns Rs 37 lakh by selling her farts ) টিভি তারকা স্টেফানি ম্যাটো বাতকর্ম বিক্রি করা শুরু করেছেন অনলাইনে। বাতকর্ম কী ভাবে বিক্রি করা যায়। শুনে অনেকেই অবাক হয়েছেন। ওই টিভি স্টার গোটা বিষয়টা ভিডিও করে শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
টিভি তারকা স্টেফানি ম্যাটো জানান, তিনি নিজের খাওয়া দাওয়ার নিয়ে খুবই সজাগ থাকেন, তাই এমন খাবার খান যা পেটের ভিতর ভালো গ্যাস তৈরি করতে পারে। তিনি প্রতিদিন প্রোটিন, ডিম, দই ইত্যাদি খেয়ে থাকেন। এবার একটি কাঁচের ছোট্ট জারে গোলাপের পাপড়ি রেখে দেন। এবার গ্যাস এলেই তা ওই জারে ভরে নেন তিনি(Woman earns Rs 37 lakh by selling her farts )। গোলাপের সঙ্গে বাতক্রিয়া মিলে এক অদ্ভুত গন্ধ তৈরি হয়। যা কিনা সাত দিন পর্যন্ত ওই কাঁচের জারে রাখার ব্যবস্থা করেন তিনি। এবার অনলাইনে এই জার গুলি বিক্রি করেন ওই টিভি স্টার।
তবে শুধু বাতকর্ম নয়, স্টেফানি নিজের পুরোনো(Woman earns Rs 37 lakh by selling her farts ) অর্ন্তবাস, চুল, স্নানের জল পর্যন্ত বিক্রি করেন অনলাইনে। তাঁর ফলোয়ার সংখ্যা ২৬৫ হাজার। এই ভাবে নিজের বাতকর্ম ও এবং ব্যবহারের জিনিস বিক্রি করে সপ্তাহে ৩৭ লাখ ইনকাম করছেন এই মহিলা। এই ঘটনা সামনে আসতেই অবাক হয়েছেন সকলে। ভিডিও শেয়ার করে কীভাবে এই কাজ করেন তা ব্যাখ্যা করেছেন স্টেফনি।