২১শে এপ্রিল McDonald's থেকে ম্যাক উইং কেনেন এক পরিবার৷ বাড়ির খুদে সদস্যর যে এটাই পছন্দ! তিন টুকরো খাওয়ার পর, চতুর্থ টুকরো খেতে গিয়ে তৈরি হল আতঙ্ক৷ মা ও মেয়ে দুজনেই দেখতে পান মাংসের মধ্যে জ্বলজ্বল করছে মুরগির পালক৷ সেই দেখেই ছোট মেয়েটির বমি-বমি ভাব ও মা ঘুরতে থাকে৷ যদিও পরবর্তীকালে কোন শরীর খারাপ হয়নি তার৷ কিন্তু খাওয়ার রুচিতে বদল এসেছে৷ কিছুই খেতে চাইছে না সে৷
advertisement
আরও পড়ুন ফটোশ্যুট দেখে হস্তমৈথুন ! মহিলা মডেলের হাতে ধরা পড়ে বেধড়ক মার খেলেন ব্যক্তি
ঘটনার পরপরই মহিলা যোগাযোগ করেন McDonald's-এর সঙ্গে৷ তিনি কোনও ক্ষতিপূরণ চাননি৷ শুধু জানাতে চেয়েছিলেন খাবারের মানের কথা৷ কীভাবে এমন নামী ফুড চেন, যা সারা বিশ্বে রয়েছে, তাতে এমন ঘটনা ঘটতে পারে? এদের খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়েই প্রশ্ন তোলেন মহিলা৷
পরে ম্যাক ডোনাল্ডের পক্ষে ক্ষমা চাওয়া হয় ও ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ৷ এই ঘটনাটি ঘটে বেজিং-এ৷
আরও দেখুন