TRENDING:

পরকীয়ায় লিপ্ত স্বামীর লিঙ্গ কেটে টুকরো করলেন স্ত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যাঙ্কক: ঘরে বিয়ে করা স্ত্রী রয়েছে ৷ তা সত্ত্বেও অন্য এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে স্বামী ৷ এই খবর স্ত্রীয়ের কানে এসে পৌঁছতেই রেগে আগুন ৷ ধারালো ছুরি দিয়ে স্বামীর লিঙ্গ টুকরো টুকরো করে কেটে ফেলেন স্ত্রী ৷ স্বামীর লিঙ্গ কেটেই ক্ষান্ত হননি ওই নারী, বরং সেটিকে টুকরো টুকরো করে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছেন বলেও জানা গিয়েছে ৷
advertisement

এমনই ঘটনা ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ৷

কারুনা সানুসান (২৪) নামের ওই মহিলাকে পুলিশকে জানিয়েছেন, তাঁর ৪০ বছর বয়সী স্বামী সিরিপান অন্য একজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন ৷ আর এটা জানার পরই তিনি প্রতিশোধের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুসারেই এ কাজ করেন তিনি।

কারুনা বলেন, ‘‘আমি প্রায়ই দেখতাম সে অন্য মহিলাদের সঙ্গে প্রেমালাপ করত এবং আমার ধারণা ছিল সে কি করতে পারে। বিভিন্ন মহিলার সঙ্গে দেখা করতেও দেখেছি তাকে। এটা আমাকে ক্ষুদ্ধ করে। তাই পরিকল্পনা করেই এটা করেছি আমি।’’

advertisement

পুলিশ এই দম্পতির শোওয়ার ঘরের জানালার বাইরে থেকে সিরিপানের লিঙ্গের টুকরো টুকরো অংশ জড়ো করে ফ্রিজে রেখেছেন, যাতে ডাক্তাররা এটিকে পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

পুলিশ আসার পর সিরিপানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ডাক্তাররা বলছেন, তার লিঙ্গ আর জোড়া লাগানো সম্ভব নয়। ব্যাঙ্ককে এক পুলিশ অফিসার সোমকিড বোনলেট বলেন,‘‘পুলিশ জরুরি ফোন পেয়ে সিরিপানকে উদ্ধার করতে আসে। এখানে এসে তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ দম্পতি একসঙ্গে সবজি বিক্রি করতেন।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
পরকীয়ায় লিপ্ত স্বামীর লিঙ্গ কেটে টুকরো করলেন স্ত্রী