ফ্লোরিডায় সমুদ্রেক তিরে ঘুরতে গিয়েছিলেন এক মহিলা, সঙ্গী তাঁর স্বামী৷ সেখানে বেড়াতে গিয়ে স্বামী নিজের স্ত্রী-র বিভিন্ন পোজে ছবি তুলেছিলেন৷ সেখানে অবশ্য মহিলা কিছু বুঝতে পারেননি৷ তিনি ছুটি কাটিয়ে বাড়ি ফিরে আসার পর ছবি দেখতে স্বামীকে হাতেনাতে ধরতে পারেন৷ আসলে তাঁর স্বামী তাঁর ছবি তুলছিলেন না৷ মহিলার পিছনে দাঁড়িয়ে ছিলেন এক বিকিনি পরিহিতা মহিলা৷ আসলে মহিলার স্বামী ওই বিকনি পরিহিতা স্নানরত মহিলার ছবি তুলছিলেন৷ মহিলা টিকটকে নিজের স্বামীর চরিত্রহীণতার প্রমাণ তুলে দিয়েছেন নেটিজেনদের হাতে৷
advertisement
আরও পড়ুন - Shami পত্নী Hasin-র ফের bold অবতার, মাখন ত্বকে স্মার্ট -স্বল্প পোশাক, নেটিজেনরা হতবাক
ছুটিতে বেড়াতে যাওয়ার এই ছবি বাড়িতে এসে দেখতে গিয়েই সিক্রেট আউট!
টিকটকে @thicctok5280 (Tiktok) এই নামে মহিলার অ্যাকাউন্ট রয়েছে৷ গত কয়েক সপ্তাহ আগে তিনি স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন৷ সেখানে তিনি খুব খুশি হয়েছিলেন যে তাঁর স্বামী তাঁকে এত ছবি তুলে দিয়েছেন৷ মহিলা পোজ দিয়ে যাচ্ছিলেন আর তাঁর স্বামীও সেই ছবি তুলে যাচ্ছিলেন৷ বাড়িতে এসে ছবি দেখতে গিয়েই কেলেঙ্কারি, সেখানে দেখা যায় স্বামীর ছবির ফোকাসে মহিলার পিছনে স্নানরত মহিলা৷
মহিলা জানিয়েছেন তিনি যখন তাঁর স্বামীকে এই নিয়ে প্রশ্ন করেন তিনি পুরো বিষয়টি তিনি একেবারে অস্বীকার করে দেন৷ কিন্তু ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে স্বামী নিজের ছবির ব্যাখ্যা ঠিকই করেছেন৷ কারণ ছবিগুলি জুম করলেই দেখা যাচ্ছে পিছনে বিভিন্ন পোজে বিকনি পরিহিতা মহিলা স্নাব করছেন৷ এই পোস্ট এখন চূড়ান্ত গতিতে ভাইরাল ( Viral) হচ্ছে৷