TRENDING:

OMG! স্বামী একেবারে চরিত্রহীণ! বউয়ের ছবিতেই লুকিয়ে ছিল রহস্য, জুম করতেই এল সামনে

Last Updated:

মহিলা জানিয়েছেন তিনি যখন তাঁর স্বামীকে এই নিয়ে প্রশ্ন করেন তিনি পুরো বিষয়টি তিনি একেবারে অস্বীকার করে দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফ্লোরিডা: স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, ঝামেলা হতেই থাকে, এই বাদনুবাদই নাকি দাম্পত্যের মিষ্টত্ব আরও বাড়িয়ে দেয়৷ কখনও স্বামী -স্ত্রীকে আবার কখনও স্ত্রী- স্বামীকে বিভিন্ন ভাবে কথা শোনান, তাতে সম্পর্কটা টক-মিষ্টি হয়ে আরও মাখোমাখো হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় মহিলা নিজের স্বামীর এক কেলেঙ্কারির ছবি পোস্ট করে ভাইরাল হয়ে গেলেন৷ যে ছবি দেখে প্রচুর স্বামী-স্ত্রী একই সঙ্গে মজা নিয়েছেন৷ যে ভদ্রমহিলা ছবি দিয়েছিলেন তিনি ও তাঁর স্বামী সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন৷ সেখানেই হয়েছিল কেলেঙ্কারি৷
wife caught husband clicking another bikini woman bathing photos-Photo Courtesy- Tiktok
wife caught husband clicking another bikini woman bathing photos-Photo Courtesy- Tiktok
advertisement

ফ্লোরিডায় সমুদ্রেক তিরে ঘুরতে গিয়েছিলেন এক মহিলা, সঙ্গী তাঁর স্বামী৷ সেখানে বেড়াতে গিয়ে স্বামী নিজের স্ত্রী-র বিভিন্ন পোজে ছবি তুলেছিলেন৷ সেখানে অবশ্য মহিলা কিছু বুঝতে পারেননি৷ তিনি ছুটি কাটিয়ে বাড়ি ফিরে আসার পর ছবি দেখতে স্বামীকে হাতেনাতে ধরতে পারেন৷ আসলে তাঁর স্বামী তাঁর ছবি তুলছিলেন না৷ মহিলার পিছনে দাঁড়িয়ে ছিলেন এক বিকিনি পরিহিতা মহিলা৷ আসলে মহিলার স্বামী ওই বিকনি পরিহিতা স্নানরত মহিলার ছবি তুলছিলেন৷ মহিলা টিকটকে নিজের স্বামীর চরিত্রহীণতার প্রমাণ তুলে দিয়েছেন নেটিজেনদের হাতে৷

advertisement

আরও পড়ুন - Shami পত্নী Hasin-র ফের bold অবতার, মাখন ত্বকে স্মার্ট -স্বল্প পোশাক, নেটিজেনরা হতবাক

ছুটিতে বেড়াতে যাওয়ার এই ছবি বাড়িতে এসে দেখতে গিয়েই সিক্রেট আউট!

টিকটকে  @thicctok5280 (Tiktok)  এই নামে মহিলার অ্যাকাউন্ট রয়েছে৷ গত কয়েক সপ্তাহ আগে তিনি স্বামীর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন৷ সেখানে তিনি খুব খুশি হয়েছিলেন  যে তাঁর স্বামী তাঁকে এত ছবি তুলে দিয়েছেন৷ মহিলা পোজ দিয়ে যাচ্ছিলেন আর তাঁর স্বামীও সেই ছবি তুলে যাচ্ছিলেন৷ বাড়িতে এসে ছবি দেখতে গিয়েই কেলেঙ্কারি, সেখানে দেখা যায় স্বামীর ছবির ফোকাসে মহিলার পিছনে স্নানরত মহিলা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

মহিলা জানিয়েছেন তিনি যখন তাঁর স্বামীকে এই নিয়ে প্রশ্ন করেন তিনি পুরো বিষয়টি তিনি একেবারে অস্বীকার করে দেন৷ কিন্তু ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে স্বামী নিজের ছবির ব্যাখ্যা ঠিকই করেছেন৷ কারণ ছবিগুলি জুম করলেই দেখা যাচ্ছে পিছনে বিভিন্ন পোজে বিকনি পরিহিতা মহিলা স্নাব করছেন৷ এই পোস্ট এখন চূড়ান্ত গতিতে ভাইরাল ( Viral) হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
OMG! স্বামী একেবারে চরিত্রহীণ! বউয়ের ছবিতেই লুকিয়ে ছিল রহস্য, জুম করতেই এল সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল