৪ লাখ টাকায় একটা গাড়ি কিনতে পারবেন আপনি, অথবা বিদেশে ঘুরতে যেতে পারবেন । কিন্তু সেখানে ৪ লাখ টাকা বাটিয়ে একটা গাছ কিনেছেন নিউজিল্যান্ডের এক ব্যক্তি । গাছটির নাম ফিলোডেন্ড্রন মিনিমা । স্থানীয় মুদ্রায় যার দাম ৮,১৫০ নিউজিল্যান্ড ডলার । ভারতীয় মুদ্রায় চার লাখ টাকা ।
ছোট্ট এই ইন্ডোর প্ল্যান্টটি আসলে একটি বিরল ভ্যারাইটি । গাছটিতে মাত্র চারটি পাতা রয়েছে । কিন্তু প্রতিটি পাতায় অদ্ভুতভাবে হলুদ রঙের ছোপ রয়েছে । তাও আবার একেবারে মধ্যিখান দিয়ে । পাতার অর্ধেকটা সবুজ আর ঠিক অর্ধেকটা হলুদ । এমন রং এই গাছে কখনও দেখা যায় না । ‘ট্রেড মি’ বলে একটি অনলাইন ট্রেডিং সাইটে এই গাছটি কিনতে তাই হুড়োহুড়ি পড়ে যায় । শেষ পর্যন্ত নিলাম শেষ হয় ৪ লাখ টাকায় ।
advertisement
ট্রেডিং সাইটে লেখা হয়, গাছটি কৃত্রিম ভাবে রং করা হয়নি । সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতেই এমন বিরল রং পেয়েছে এটি ।