ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ ৩৫ হাজার ৯৪২। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৫৭১। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ লক্ষ ৮২ হাজার ৩৫ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৮ লক্ষ ৭২ হাজার ৪৩৪, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৮ হাজার ২৯৬।
advertisement
এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৩ লক্ষ ২ হাজার ৬৬৫। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ১৭৬ জনের। গত ৪-৫ দিন ধরে প্রতিদিন ৬০ হাজারের উপরে বেশি মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন।
আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৬৪ হাজার ৬৮১ জন, মৃত্যু হয়েছে ৭২ হাজার ১০০ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ৮ লক্ষ ৪৯ হাজার ৫৩৩ আর মৃতের সংখ্যা ২২ হাজার ৬৭৪ জন। আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ২৬ হাজার ৩৬ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ হাজার ৩১৮ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট ৩ লক্ষ ২৬ হাজার ৩২৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৭০ জনের।
আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে চিলি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৪১ জন, মৃতের সংখ্যা ৬,৯৭৯। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৭৫০ জন, মৃতের সংখ্যা ৩৫,০০৬। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ৯০৪ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯১ হাজার ১৫৪।