হোয়াইট হাউজ কর্তৃপক্ষ থেকে জনৈক ব্যক্তি, যিনি নিজের নাম প্রকাশ্যে আনতে ইচ্ছুক নন, এই বিষয়ে মুখ খোলেন। তাঁর মতে যা হয়েছে সেটা এখন আর ঠিক করা যাবে না। কিন্তু এখনও যা যা হয়নি, সেটা আটকানো যাবে। তাই নিজের স্বভাব পাল্টাতে হবে। শেষের এই উক্তি কার দিকে ইঙ্গিত করছে, সেটা বেশ স্পষ্ট। বোঝাই যাচ্ছে মীনার যখন-তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার এই অভ্যেস মোটেই ভালো চোখে দেখছে না হোয়াইট হাউজ।
advertisement
এমনিতেই এর আগের সরকারের উপরে ভয়ানক চটে ছিলেন আমেরিকান জনতা। নতুন রাষ্ট্রপতি আসার পর তাঁরা আশার আলো দেখছেন। আশার আলো দেখছেন অন্যান্য দেশও। যাদের অনেকের সঙ্গেই সম্পর্ক খারাপ হয়েছিল আমেরিকার। এই রকম স্পর্শকাতর একটি মুহূর্তে বার বার কমলার ছত্রছায়ায় মীনার নিজের ভাবমূর্তি তৈরি করার প্রয়াসে খুশি নন আমেরিকার আমলারা।
তাই আমেরিকার আইনজীবীরা সরাসরি বলেছেন যে কমলার নাম ব্যবহার করে বা পরোক্ষ ভাবেও কমলার নাম ব্যবহার করে মীনা কোনও কিছুর বিজ্ঞাপন করতে পারবেন না। কিছু দিন আগেই মীনা একটি সোয়েট শার্ট পরেন, যেখানে লেখা ছিল- ভাইস প্রেসিডেন্ট আন্টি। আবার অন্য একটি সোয়েট শার্টে লেখা ছিল- আই অ্যাম স্পিকিং, যা কি না আদতে কমলার বক্তৃতার একটি অংশ। কিন্তু ভবিষ্যতে এই ভাবে কমলাকে আর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে হোয়াইট হাউজ!