নির্বাচনের জন্য তৈরি হওয়া ছাড়াও লাইমলাইটে থাকতে ট্রাম্প নিজের টিভি চ্যানেল করতে পারেন৷ এই বিষয়ে তিনি আগে একবার ইঙ্গিত দিয়েছেন৷ ২০০০-এ নিজে একটি টেলিভশন শো হোস্ট করার সুবাদে তাঁর সেই অভিজ্ঞতাও রয়েছে৷ প্রেসিডেন্ট থাকাকালীন তিনি একসময় বলেন যে, পুরনো দিনগুলি তিনি খুব মিস করছেন৷ ফলে অতীতে যা যা কাজ করতেন ট্রাম্প, সেগুলি পুনঃরায় শুরু করতে পারেন৷
advertisement
তবে তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে৷ এক পর্নস্টারকে গোপনে টাকা দেওয়া থেকে, অসঙ্গতিপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যবসায় গরমিল৷ এমনই সব মারাত্মক অভিযোগে অভিযুক্ত ট্রাম্প৷ প্রেসিডেন্ট থাকার সময় এগুলি তিনি অনায়াসে এড়িয়ে গেলেও, এবার তাঁর বিরুদ্ধে আদালতে শুরু হতে পারে মামলা৷
এছাড়াও হোয়াইট হাউজে থাকার সময় তিনি জানিয়েছিলেন যে, স্ত্রীকে নিয়ে লম্বা সফরে যেতে চান৷ এখন ট্রাম্পের হাতে অনেক সময়৷ আপাতত ময়দান থেকে সরে ট্রাম্পের সামনে খোলা থাকছে এই সব রাস্তা, কি করবেন তিনি, তা সময়ই জানাবে৷