TRENDING:

হেরে তো গেলেন, এবার কি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের?

Last Updated:

তিনি হারতে পছন্দ করেন না৷ তাই জো বাইডেনের কাছে হারও ট্রাম্প মেনে নিতে পারছেন না৷ জানিয়েছেন প্রাক্তন হোয়াইট হাউজ চিফ অব স্টাফ মিক মৌলভানে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: জো বাইডেনের কাছে হারের খবরটি তিনি পান গল্ফ খেলতে খেলতে৷ ট্রাম্প গল্ফ খেলতে খুব ভালবাসেন৷ এবং এখন তিনি আরও বেশি করে খেলায় সময় দিতে পারবেন৷ বলছেন নিন্দুকরা৷ ট্রাম্প খুবই পছন্দ করেন চর্চায় থাকতে৷ তাই অন্যান্য বিদায়ী প্রেসিডেন্ট যেভাবে প্রচারের আড়ালে চলে গিয়েছেন, ট্রাম্পের জন্য সেটা অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ তাহলে এখন কি করবেন ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি হেরেছেন ঠিকই কিন্তু আবার তিনি লড়াইয়ে ফিরতে পারেন পরের বারে৷ তার জন্য এখন থেকে শুরু করে দিতে পারেন ঘুঁটি সাজানো৷ ২০২৪ -এ আবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনে শামিল হতে পারেন৷ জানিয়েছেন ট্রাম্প ঘনিষ্ঠরা৷ মার্কিন ইতিহাসে এমন উদাহরণ হয়েছে গ্রোভার ক্লিভল্যান্ডের৷ যিনি পরপর নয় ৪ বছরের মেয়াদ শেষে একবার হেরে আবার তিনি শামিল হয়েছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে৷ ডোনাল্ড ট্রাম্পও যে সে পথে হাঁটবেন, সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়ার৷
advertisement

নির্বাচনের জন্য তৈরি হওয়া ছাড়াও লাইমলাইটে থাকতে ট্রাম্প নিজের টিভি চ্যানেল করতে পারেন৷ এই বিষয়ে তিনি আগে একবার ইঙ্গিত দিয়েছেন৷ ২০০০-এ নিজে একটি টেলিভশন শো হোস্ট করার সুবাদে তাঁর সেই অভিজ্ঞতাও রয়েছে৷ প্রেসিডেন্ট থাকাকালীন তিনি একসময় বলেন যে, পুরনো দিনগুলি তিনি খুব মিস করছেন৷ ফলে অতীতে যা যা কাজ করতেন ট্রাম্প, সেগুলি পুনঃরায় শুরু করতে পারেন৷

advertisement

তবে তাঁর বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে৷ এক পর্নস্টারকে গোপনে টাকা দেওয়া থেকে, অসঙ্গতিপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যবসায় গরমিল৷ এমনই সব মারাত্মক অভিযোগে অভিযুক্ত ট্রাম্প৷ প্রেসিডেন্ট থাকার সময় এগুলি তিনি অনায়াসে এড়িয়ে গেলেও, এবার তাঁর বিরুদ্ধে আদালতে শুরু হতে পারে মামলা৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এছাড়াও হোয়াইট হাউজে থাকার সময় তিনি জানিয়েছিলেন যে, স্ত্রীকে নিয়ে লম্বা সফরে যেতে চান৷ এখন ট্রাম্পের হাতে অনেক সময়৷ আপাতত ময়দান থেকে সরে ট্রাম্পের সামনে খোলা থাকছে এই সব রাস্তা, কি করবেন তিনি, তা সময়ই জানাবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
হেরে তো গেলেন, এবার কি হতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল