TRENDING:

গাঁজা পাওয়া যাবে এবার কন্ডোমে! জেনে নিন কীভাবে...

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেরিকা: অনেক কিছুই তো হল, বাকি থাকল না কন্ডোম নিয়ে গবেযণাও। বিদেশের বাজারে এখন এল এক নতুন কন্ডোম। কখনও শুনেছেন গাঁজা ফ্লেভার কন্ডোম? যদি না, শুনে থাকেন, তাহলে অবশ্যই জেনে রাখুন এবার গাঁজা ফ্লেভার কন্ডোমও বাজারে আসছে। ধোঁয়া, নেশা, আর প্রেম মিলেমিশে একাকার হয়ে যাওয়ার পালা! গাঁজা এবার 'কামধর্ম'-তেও। গাঁজার ঘোরে নেশাতুর মন গাঁজার গন্ধে ম ম তো করবেই সঙ্গে যৌনতাকেও প্রশয় দেবে। চকলেট, স্ট্রবেরি, ব্যানানা (কলা), আঙুর-এই সব ফ্লেভার তো ছিলই এবার কন্ডোমে গাঁজা ফ্লেভার।
advertisement

প্রেমের নেশা তো আছেই, তাতে যুক্ত হবে এবার গাঁজার নেশাও। গাঁজাপ্রেম, নেশাপ্রেম, শরীরপ্রেম সঙ্গে অবশ্যই সচেতনতা! 'ক্যানাডোমস' (CANNADOMS) নামের কোম্পানি প্রথম তৈরি করেছে এই কন্ডোম। চাহিদা থাকলেও দাম কিন্তু বেশ চড়া। ৫০টি কন্ডোমের মূল্য ৫৪ ডলার। তবে এখনও ভারতের বাজারে এই কন্ডোম এসে পৌঁছায়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিদেশ/
গাঁজা পাওয়া যাবে এবার কন্ডোমে! জেনে নিন কীভাবে...