দোকানটির নাম বাম্বি বেবি ৷ নিউজার্সি -র মিড টাউনে রয়েছে এই দোকানটি ৷ দু‘জন মহিলা ব্যস্ত ছিলেন দোকানের কর্মচারীদের দিগভ্রান্ত করার জন্য ৷ দু‘জন যেখানে এই কাজে ব্যস্ত ছিলেন তখন অন্য মহিলা দোকান থেকে আস্তে আস্তে হাপিস করে দিলেন বাচ্চাদের প্যারাম্বুলেটর ৷ এদিকে যে মহিলা চুরি সেরে দোকান থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি আবার যে বাচ্চাটিকে নিয়ে এসেছিলেন তাঁকে ভুলে গিয়েই মলের বাইরে চলে যান ৷ দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ৷ ঘটনাটি ঘটে যাওয়ার ৬ মিনিটে বাদে অন্য এক মহিলা বাচ্চাটিকে বার করে নিয়ে যায় ৷
advertisement
যে স্টোরটি এই ভিডিও শেয়ার করেছে তাদের দুঃখ যে কেউ পেট চালানোর জন্য চুরি করতে পারে কিন্তু এই ঘটনায় একটি শিশুকে ব্যবহার করা হয়েছে , সেটাই খুব খারাপ ৷ কারণ সে নিজেও জানে না তাকে কোন কাজে ব্যবহার করা হয়েছে ৷
advertisement
আরও দেখুন
Location :
First Published :
August 26, 2019 1:27 PM IST