TRENDING:

#Shocking: বাড়ির চাবি খুঁজতে সোফার গদিতে হাত ঢোকেতেই বেরিয়ে এল সাত ফুটের সাপ, দেখুন

Last Updated:

সোফার মধ্যে লম্বা একটা সাপ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানসাস:  খুঁজে  পাচ্ছিলেন না বাড়ির চাবি ফলে এখানে সেখানে হন্যে হয়ে চাবি খোঁজা- এরকমভাবেই হঠাৎ হাত ঢোকান বাড়ির সোফায় ৷ সেখানে হাত দিতেই ভয়ে চমকে ওঠেন তিনি ৷ সোফার মধ্যে লম্বা একটা সাপ !
advertisement

ঘটনাটি কানসাসের রোজ হিল পুলিশ লিমিটেড এলাকার ৷ চাবি খুঁজতে খুঁজতে হঠাৎ বাড়ির মালিকের মনে হয় তিনি হয়ত চাবিটা সোফার মধ্যেই ফেলে দিয়েছেন ৷ এরপরেই ভয় পেয়ে তিনি পুলিশকে ফোন করেন, তারাই মেলভিন লিনটকে নিয়ে আসে -যিনি একজন ফায়ারফাইটার ও সাপ ভালোবাসেন ৷

আরও পড়ুন - জামিয়ার পড়ুয়াদের CAA বিরোধী মিছিলে প্রকাশ্যে গুলি , আহত ছাত্র, দেখুন ভিডিও

advertisement

লিনট বলেন, ‘ আমি আমার ফায়ার গ্লাভস পড়ে নিয়েছিলাম ৷ তারপর বাড়ির মধ্যে ঢুকি সোফার মধ্যে হাত ঢুকিয়ে টানতে শুরু করি ৷ এটা খুব শান্ত ও ভদ্র সাপ ছিল ৷ ফলে আমি হাত থেকে গ্লাভস খুলে ফেলি এবং ওকে ধীরে ধীরে টেনে বার করি ৷ তিনি আরও বলেন, ‘ও খুব ঠান্ডা ছিল কারণ ও বেশ কিছুদিন ধরে ওই সোফার মধ্যে বাস করছিল ৷ ’ দেখুন ভিডিও

advertisement

আধিকারিকরা জানিয়েছেন ওই সাপটি ওই সোফার মধ্যে অন্তত কয়েক সপ্তাহ বাসা বেঁধে ছিল ৷ কী করে একটা ৬-১০ ফুট সাপ এরকম মানুষের বসবাসযোগ্য এলাকায় এতগুলো দিন ধরে বাড়ির মধ্যে ঢুকে রইল তা নিয়ে বিস্মিত সকলে ৷ একটা সম্ভাব্য পথ ধরা হচ্ছে সেটি আশেপাশের কারোর বাড়ির পোষ্য সেখান থেকে কোনওরকমে বেরিয়ে এসে নতুন জায়গায় ভয়ে লুকিয়ে ছিল ৭ ফুটের boa  স্নেকটি ৷ সাপটিকে স্থানীয় একটি পোষ্যের দোকানে জমা দেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সাপ থেকে নিরাপদ থাকতে নিজেদের সোফা নিয়মিত পরীক্ষা করুন, পরীক্ষা করুন নিজেদের খাট ও গদির ফাঁকের জায়গাটা ৷ এমনটাই পরামর্শ দিচ্ছেন সাপটির উদ্ধারকারী ৷ তাঁর সহাস্য কথা মানুষ ভাবতে পারে সেই জায়গায় হয়ত মাকড়সা থাকতে পারে ৷ কিন্তু সেখানে থেকে সাপও বেরোতে পারে !

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
#Shocking: বাড়ির চাবি খুঁজতে সোফার গদিতে হাত ঢোকেতেই বেরিয়ে এল সাত ফুটের সাপ, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল