TRENDING:

তৈরি হচ্ছে রয়্যাল ওয়েডিং-এর কেক, দেখুন ভিডিও

Last Updated:

সুস্বাদু সেই কেক তৈরির ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্রিটেন: কয়েক ঘণ্টা পরই রাজপুত্রের বিয়ে । সেজে উঠছে উইনসর ক্যাসল, তৈরি হচ্ছে সেন্ট জর্জ চ্যাপেল । আর বাকিংহাম প্রাসাদের রান্নাঘর ম' ম' করছে কেক সেঁকার গন্ধে । ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে মার্কিন অভিনেত্রী মেগান মর্কেলের ।
advertisement

পাঁচ দিন ধরে নিজের ৬ জনের টিম নিয়ে লেগে পড়েছেন লন্ডনের বিখ্যাত প্যাস্ট্রি শেফ ক্লারা ট্যাক । ছোট রাজকুমারের ফরমায়েশ বিয়েতে চাই লেমন এলডের ফ্লাওয়ার কেক । আর সেই এলডের ফ্লাওয়ার নিয়ে আসা হয়েছে রানি এলিজাবেথের নরফোকের স্যান্ড্রিংহ্যাম এস্টেট থেকে ।

আরও পড়ুন: বিয়েতে হ্যারি-মেগান নিজেরাই কেক !

advertisement

সুস্বাদু সেই কেক তৈরির ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে । শেয়ার করা হয়েছে কেকের উপকরণও । দেখে নিন কীভাবে ১০ বোতল স্যান্ড্রিংহ্যাম এল্ডারফ্লাওয়ার কর্ডিয়াল দিয়ে কেক তৈরি করছেন ক্লারা ।

বাংলা খবর/ খবর/বিদেশ/
তৈরি হচ্ছে রয়্যাল ওয়েডিং-এর কেক, দেখুন ভিডিও