সন্ত্রাস প্রসঙ্গে পাশে দাঁড়ালেও বাণিজ্য ক্ষেত্রে ভারতের থেকে মুখ ফেরাল ওয়াশিংটন। ভারতকে দেওয়া বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্স তকমা কাড়ল আমেরিকা৷ এতদিন ৫ হাজার ৬০০ কোটি ডলারের সামগ্রীতে কোনও শুল্ক দিতে হত না৷ মার্কিন বাজারে ভারতের ১৯০০ পণ্যে শুল্ক চাপল৷ দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারত-মার্কিন সদ্ভাব সত্ত্বেও, এতদিনে ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে আমেরিকাকে কোনও সুবিধা দেয়নি। ট্রাম্প প্রেসিডেন্টের আসনে বসার পর এই প্রথম ভারতের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ করা হল। ভারতের বাজারে এর প্রভাব খুব একটা পড়বে না বলেই দাবি বাণিজ্যসচিব অনুপ ওয়াধাবনের।
advertisement
তবে শিল্প মহল বলছে অন্য কথা। আমেরিকার জিএসপি প্রকল্পে বিশ্বের সবচেয়ে বেশি উপকৃত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত। নতুন করে শুল্ক চাপায় ভারতের কৃষি, সামুদ্রিক সম্পদ ও হস্তশিল্প পণ্যের দাম বাড়বে। বাজার ধরে রাখতে সমস্যায় পড়বে ভারতের রফতানি সংস্থাগুলি। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ দিল্লির কাছে বেশ বড় ধাক্কা।