বুধবার চিনের তিয়ানআনমেন স্কোয়্যারে বিভিন্ন দেশের প্রধানদের সঙ্গে চিনের সেনা প্যারেড দেখতে পৌঁছন রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন৷ একেবারে সামনের সারিতে পাশাপাশি হাঁটছিলেন পুতিন, কিম এবং চিনে জিনপিং৷ তখনই অনুবাদকদের মাধ্যমে কথা বলছিলেন তিন রাষ্ট্রনেতা৷
চিনের সরকারি মুখপত্র সিসিটিভি-র মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করছিল৷ তখনই ক্যামেরায় তিনজনের কথোপকথন ধরা পড়ে৷
advertisement
সেখানে পুতিনের উদ্দেশ্য জিনপিংকে বলতে শোনা যায়, বর্তমান শতাব্দীতে মানুষ ১৫০ বছর পর্যন্তও বাঁচতে পারে৷ এর জবাবে পুতিন বলেন, হ্যাঁ, মানুষের শরীরে একাধিকবার অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব৷ মানুষ অমর হতে পারে৷ পুতিনের সঙ্গে সহমত পোষণ করে জিনপিং বলেন, এর অর্থ ভবিষ্যতে মানুষের দীর্ঘায়ুই স্বাভাবিক ঘটনা হবে৷ পুতিনের অনুবাদককে জিনপিংয়ের উদ্দেশে বলতে শোনা যায়, বায়োটেকনলজি ক্রমাগত উন্নত হচ্ছে৷ পুতিনের অনুবাদক আরও বলেন, মানবের শরীরের অঙ্গ ক্রমাগত প্রতিস্থাপিত করা সম্ভব৷ মানুষ যত বেশি দিন বাঁচবে, তত তিনি নবীন হবেন৷ এমন কি, মানুষের অমরত্ব লাভও সম্ভব৷
এর জবাবে জিনপিংকে চিনা ভাষাতেই বলতে শোনা যায়, এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারেন৷