বল তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে..."
আর সেই দেশের ঠিকানা যদি হয় চিন, যাবেন তো? এ যেন ঠিক গানের মতো। রামধনু আকাশে দেখতে পেলেই আমাদের মন ছুটে যায় নতুনের দিশায়। সাত রঙা রামধনু নিয়ে কত গান, কত কবিতা। বাতাসে আবহাওয়ার তারতম্য ঘটলে আকাশে ফুটে ওঠে সাত রঙা রামধনু। বৃষ্টির পর পর মাঝে মধ্যেই আকাশে বিশাল এক রামধনু দেখা যায়। কিন্তু তা তাকিয়ে দেখার সময় বোধহয় আর হয় না মানুষের। কিন্তু এই রামধনু না দেখে আপনার উপায় নেই।
advertisement
চিনের হাইকোউ শহরে ঘটে গেল তাজ্জব ঘটনা! হঠাৎ করেই দিনের বেলা দেখা গেল এক অদ্ভুত দেখতে রামধনু। মেঘ কেটে বেরিয়ে আসছে সেই রামধনু। অন্যদিকে হালকা রোদের আলোয় আকাশে যেন ভালবাসার ছড়াছড়ি। সব কাজ ছেড়ে আকাশে এই বিরল রামধনু দেখতে ভিড় জমালেন হাজার হাজার মানুষ। অনেকটা স্কার্ফের মতো দেখতে এই রামধনু। কেউ আবার বলছেন এটা টুপি মেঘ। টুপি মেঘ কেটে বেরোচ্ছে রামধনু। রামধনু আর মেঘ মিলে মিশে টুপির মতো দৃশ্য তৈরি করেছে। কেউ যেন মাথায় টুপি পরে আছে। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়।
চিনেই সব সময় কেন হয় অবাক করা কাণ্ড? এই চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়েছিল করোনা ভাইরাস। আজও পিছু ছাড়ছে না। টানা দু'বছর ঘর বন্দি থাকতে হয়েছে মানুষকে। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হলেও মেলেনি মুক্তি। এর পরেই এই অবাক দর্শন রামধনু দেখে উঠছে নানা প্রশ্ন? আবহাওয়া ফের কোনও নতুন ভয়ের ইঙ্গিত দিচ্ছে না তো! তবে এই ভিডিও আপাতত তুমুল ভাইরাল।