গত সপ্তাহে রাইস কুকারকে বিয়ে করার পর সেই সমস্ত ছবি ফেসবুকে পোস্ট করেছেন খইরুল। সাদা রঙের রাইস কুকারকে তিনি একটি সাদা ওড়না দিয়ে ঢেকে নিজের বউ সাজিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রেজিস্টারের সামনে সেই রাইস কুকারকে বিয়ে করছেন খইরুল। এর পর বিয়ে সম্পন্ন হতেই নতুন বউকে চুমুও খাচ্ছেন তিনি। রাইস কুকারকে পাশে বসিয়েই বিয়ের কাগজে সই করেছেন খইরুল। ইন্দোনেশিয়ার এই ব্যক্তির কাণ্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন তুমুল চর্চার বিষয় হয়েছে (Viral Picture)।
advertisement
ছবিগুলি পোস্ট করে খইরুল লিখেছেন, 'ফর্সা, কথা শোনে, ভালোবাসে এবং ভালো রান্না করে'। অর্থাৎ, রাইস কুকারের এই গুণগুলির জন্যই খইরুল সেটিকে বিেয় করেছেন বলে দাবি তাঁর। খইরুলের এমন কাণ্ডকারখানা স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে নেটিজেনের। তাঁর ছবিতে বহু কমেন্ট ও লাইক পড়েছে। অনেকেই তাঁকে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছেন।
কিন্তু দুঃখের বিষয় হল, চারদিনের মধ্যেই রাইস কুকারকে ডিভোর্স দিয়েছেন খইরুল। কারণ, রাইস কুকার শুধু রান্নাই করতে পারে। আর কোনও কাজই সে পারে না। একজন মানুষের মতো কখনওই হতে পারে না কোনও জড় বস্তু। আসলে, খইরুল আনম নামের ওই ব্যক্তি ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় শিল্পী। সোশ্যাল মিডিয়ায় স্টান্ট করা এবং বিনোদনের জন্যই এমন কাজ করেছিলেন তিনি। বিয়ে ও ডিভোর্স সবই আসলে, সোশ্যাল মিডিয়ার নজর কাড়তেই করেছেন খইরুল।
আরও পড়ুন: মাংস কাটার ধারালো ছুরি দিয়ে চুল কাটছেন যুবক, টেবিলে মাথা রেখে যুবতী! তুমুল ভাইরাল ভিডিও