TRENDING:

Viral Picture: রাইস কুকারকে বিয়ে, আবার ডিভোর্সও! এই ব্যক্তির কাণ্ডকারখানায় চমকে উঠছে বিশ্ব...

Last Updated:

ফেসবুকে সেই ছবি শেয়ারও করেছেন। আর সেই ছবি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Picture)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জাকার্তা: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই কত কিছুই না ভাইরাল হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে কত ছবি ও ভিডিও নজর কাড়ে নেটিজেনের। আর সেগুলি পছন্দ হলেই একের পর এক শেয়ার ও কমেন্ট। আর তার পরেই ভাইরাল হয়ে যায় সেগুলি (Viral Picture)। সম্প্রতি এক ইন্দোনেশিয়ার বাসিন্দার কাণ্ডকারখানা শুনে চমকে উঠছেন বিশ্ববাসী। কেন জানেন? খইরুল আনম নামের এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন নিজের রাইস কুকারকে বিয়ে করে। একেবারে বিয়ের সাজ সেজে নিজের রাইস কুকারকে বিয়ে করেছেন ওই ব্যক্তি। ফেসবুকে সেই ছবি শেয়ারও করেছেন। আর সেই ছবি নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Picture)।
রাইস কুকারকে বিয়ে, আবার ডিভোর্সও! এই ব্যক্তির কাণ্ডকারখানায় চমকে উঠছে বিশ্ব...
রাইস কুকারকে বিয়ে, আবার ডিভোর্সও! এই ব্যক্তির কাণ্ডকারখানায় চমকে উঠছে বিশ্ব...
advertisement

গত সপ্তাহে রাইস কুকারকে বিয়ে করার পর সেই সমস্ত ছবি ফেসবুকে পোস্ট করেছেন খইরুল। সাদা রঙের রাইস কুকারকে তিনি একটি সাদা ওড়না দিয়ে ঢেকে নিজের বউ সাজিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে, পাশাপাশি বসে রেজিস্টারের সামনে সেই রাইস কুকারকে বিয়ে করছেন খইরুল। এর পর বিয়ে সম্পন্ন হতেই নতুন বউকে চুমুও খাচ্ছেন তিনি। রাইস কুকারকে পাশে বসিয়েই বিয়ের কাগজে সই করেছেন খইরুল। ইন্দোনেশিয়ার এই ব্যক্তির কাণ্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন তুমুল চর্চার বিষয় হয়েছে (Viral Picture)।

advertisement

ছবিগুলি পোস্ট করে খইরুল লিখেছেন, 'ফর্সা, কথা শোনে, ভালোবাসে এবং ভালো রান্না করে'। অর্থাৎ, রাইস কুকারের এই গুণগুলির জন্যই খইরুল সেটিকে বিেয় করেছেন বলে দাবি তাঁর। খইরুলের এমন কাণ্ডকারখানা স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে নেটিজেনের। তাঁর ছবিতে বহু কমেন্ট ও লাইক পড়েছে। অনেকেই তাঁকে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছেন।

advertisement

কিন্তু দুঃখের বিষয় হল, চারদিনের মধ্যেই রাইস কুকারকে ডিভোর্স দিয়েছেন খইরুল। কারণ, রাইস কুকার শুধু রান্নাই করতে পারে। আর কোনও কাজই সে পারে না। একজন মানুষের মতো কখনওই হতে পারে না কোনও জড় বস্তু। আসলে, খইরুল আনম নামের ওই ব্যক্তি ইন্দোনেশিয়ার একজন জনপ্রিয় শিল্পী। সোশ্যাল মিডিয়ায় স্টান্ট করা এবং বিনোদনের জন্যই এমন কাজ করেছিলেন তিনি। বিয়ে ও ডিভোর্স সবই আসলে, সোশ্যাল মিডিয়ার নজর কাড়তেই করেছেন খইরুল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন: মাংস কাটার ধারালো ছুরি দিয়ে চুল কাটছেন যুবক, টেবিলে মাথা রেখে যুবতী! তুমুল ভাইরাল ভিডিও

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Picture: রাইস কুকারকে বিয়ে, আবার ডিভোর্সও! এই ব্যক্তির কাণ্ডকারখানায় চমকে উঠছে বিশ্ব...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল