ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্মার্টফোনে কথা বলার একটি ছবি এখন নেটদুনিয়ার মনোযোগ আকর্ষণ করেছে, যেখানে ক্যামেরার চারপাশের অংশটি টেপ দিয়ে ঢাকা আছে বলে মনে হচ্ছে, শুধুমাত্র এই কারণেই তাঁর হাতে থাকা ডিভাইসটির দিকে সকলের দৃষ্টি পড়েছে।
ছবিতে দেখা যাচ্ছে নেতানিয়াহু সাদা শার্টের উপর কালো জ্যাকেট পরে ফোনে কথা বলার সময় একটি কালো গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সোশ্যাল মিডিয়া ইউজাররা দ্রুত ফোনের ক্যামেরার দিকে মনোযোগ দেন, যা টেপ বা স্টিকার দিয়ে ঢাকা বলে মনে হচ্ছে। স্বভাবতই এই প্রসঙ্গে ঝড় তুলেছে একাধিক প্রশ্ন।
advertisement
ছবিটি প্রথমে গ্লোব অবজারভার নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। পরে মারিও নওফাল এবং ক্ল্যাশ রিপোর্ট-সহ বিবিধ সংবাদকেন্দ্রিক এবং জিও পলিটিক্যাল অ্যাকাউন্টগুলি তা ফের পোস্ট করে। পরবর্তী ধাপে এটি সোশ্যাল মিডিয়া জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। (নিউজ18 অবশ্য স্বাধীনভাবে ছবিটির সত্যতা বা সময় যাচাই করেনি।)
অনেক নেটিজেন নেতানিয়াহু কোন মডেলের ফোন ব্যবহার করছেন এবং ক্যামেরাটি কেন ঢাকা দেওয়া আছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন, যার ফলে সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা বিধি অুসরণ এবং রাজনৈতিক নেতাদের স্মার্টফোন ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ছবিতে দেখা ডিভাইসটি সম্পর্কে ইজরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনও মন্তব্য করা হয়নি। দ্য হিল-এর এক প্রতিবেদন অনুসারে , ২০১৬ সালে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত এক সম্মেলনে প্রাক্তন এফবিআই পরিচালক জেমস কোমি মৌলিক নিরাপত্তা সতর্কতা হিসেবে ডিভাইসের ক্যামেরা ঢেকে রাখার অভ্যাসকে সমর্থন করেছেন।
