TRENDING:

Viral News: কী কাণ্ড ! বয়ফ্রেন্ড তাঁকে চুমু খান না... এই অভিযোগ জানাতে সোজা পুলিশকে ফোন তরুণীর

Last Updated:

Woman called police to complain that her boyfriend wouldn't kiss her: এই ধরণের ফোন পেয়ে পুলিশও প্রথমে ঘাবড়েই গিয়েছিল, তারা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না ৷ বয়ফ্রেন্ড চুমু খাচ্ছে না, তো পুলিশ কী করবে ? তাকে নিশ্চয় জেলে ভরবে না এর জন্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: পৃথিবীতে রোজ কতরকমেরই না অদ্ভূত কাণ্ড ঘটে ৷ কিছু কিছু ঘটনা সামনে আসে, কিছু আবার জানা যায় না ৷ সম্প্রতি ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে প্রেমিকের বিরুদ্ধে অদ্ভূত অভিযোগই এনেছেন তাঁর প্রেমিকা ৷ কোনও রাখঢাক না করেই সোজা ফোন করে বসেছেন ৯৯৯-এ, অর্থাৎ পুলিশকে ৷ তাঁর অভিযোগ, প্রেমিক একটুও রোম্যান্টিক নন, তিনি তাঁকে চুমু খান না (Viral News) !
৫) একটা সম্পর্কে ভালবাসা ও পারষ্পরিক শ্রদ্ধা খুব জরুরি। প্রত্যেক সম্পর্কেই বিভিন্ন বিষয় নিয়ে বিরক্তি তৈরি হয়। কিন্তু ভালবাসা ও শ্রদ্ধার থেকে বিরক্তি, ভুল বোঝাবুঝি নিয়ে বসে থাকলে কোনও সম্পর্কেই ভাল থাকা যায় না।
৫) একটা সম্পর্কে ভালবাসা ও পারষ্পরিক শ্রদ্ধা খুব জরুরি। প্রত্যেক সম্পর্কেই বিভিন্ন বিষয় নিয়ে বিরক্তি তৈরি হয়। কিন্তু ভালবাসা ও শ্রদ্ধার থেকে বিরক্তি, ভুল বোঝাবুঝি নিয়ে বসে থাকলে কোনও সম্পর্কেই ভাল থাকা যায় না।
advertisement

এই ধরণের ফোন পেয়ে পুলিশও প্রথমে ঘাবড়েই গিয়েছিল, তারা কী করবেন বুঝে উঠতে পারছিলেন না ৷ বয়ফ্রেন্ড চুমু খাচ্ছে না, তো পুলিশ কী করবে ? তাকে নিশ্চয় জেলে ভরবে না এর জন্য ৷ লিঙ্কনশায়ারের পুলিশ তাই বেশ চাপেই পড়ে যায় এমন অভিযোগ শুনে (Woman called police to complain that her boyfriend wouldn't kiss her) ৷

advertisement

আরও পড়ুন-বিয়ের ৬ মাস পরেই সন্তানের জন্ম! শাশুড়ি বউমাকে ঘরছাড়া করলে জানা গেল আসল রহস্য

প্রেমিকা জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড কেন চুমু খাচ্ছেন না, এই নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন তিনি ৷ অনেক বোঝানো সত্ত্বেও কিছু হয়নি ৷ শেষপর্যন্ত সহ্যের মাত্রা অতিক্রম করায়, সোজা পুলিশকেই খবর দেন তিনি ৷ ডায়াল করেন ৯৯৯ নম্বর ৷ ওই তরুণীকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রেমিক কেন চুম্বন করছেন না তারও অভিযোগ জানাতে হবে! কোনও মানে হয় ! পুলিশ এই ‘গুরুতর’ বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চায়নি।

advertisement

আরও পড়ুন-এবার ছুরির আঘাত থেকে প্রাণ বাঁচাবে এই টি-শার্ট ! যত ধারালোই হোক, হবে না কিছুই

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

তবে প্রেমিক-প্রেমিকাদের এই ধরণের পাগলামো নতুন কিছু না ৷ এর আগেও এরকম অনেক নজির রয়েছে ৷ মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়াতেই একবার প্রেমিক কেন কথা বলছেন না, এই অভিযোগ জানাতে সোজা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: কী কাণ্ড ! বয়ফ্রেন্ড তাঁকে চুমু খান না... এই অভিযোগ জানাতে সোজা পুলিশকে ফোন তরুণীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল