TRENDING:

Viral News: মেয়ে আর বাবার বিয়ে? দম্পতিকে ঘিরে এ কী নিয়ে চলছে আলোচনা !

Last Updated:

20 Year girl married with 46 year old man: ২০ বছর বয়সের রোজানা ইঙ্কপেন (Rosana Inkpen) বিয়ে করেছেন ৪৬ বছর বয়সের স্কট (Scott) নামের এক ব্যক্তিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অকল্যান্ড: বিয়ে করার জন্য একজন মেয়ে ও একজন ছেলের মধ্যে ৫ থেকে ৬ বছরের বয়সের ব্যবধান কোনও বড় ব্যাপার নয়। এর থেকেও কিছুটা বেশি বয়সের ব্যবধানেও অনেকে বিয়ে করেন, আবার এক সমান বয়সেও অনেকেই বিয়ে করেন। এই সকল বয়সের ব্যবধানে একজন ছেলে ও একজন মেয়ের মধ্যে বিয়ে খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সম্প্রতি সামনে এসেছে আরেকটু বেশি বয়সের ব্যবধানের বিয়ের খবর (Viral News)।
Photo: Instagram
Photo: Instagram
advertisement

২০ থেকে ২৫ বছর বয়সের ব্যবধানে একজন মেয়ে ও একজন ব্যক্তির বিয়ে সম্পন্ন হয়েছে (20 Year girl married with 46 year old man)। নিউজিল্যান্ডের (New Zealand) অকল্যান্ডের Auckland) ২০ বছর বয়সের রোজানা ইঙ্কপেন (Rosana Inkpen) বিয়ে করেছেন ৪৬ বছর বয়সের স্কট (Scott) নামের এক ব্যক্তিকে। ২ বছর আগেই রোজানা ইঙ্কপেনের সঙ্গে স্কটের পরিচয় হয় এবং সেই সময় রোজানা ইঙ্কপেন প্রথম দেখাতেই সিদ্ধান্ত নিয়ে নেন যে তিনি স্কটকে বিয়ে করবেন।

advertisement

আরও পড়ুন-বিয়ের ৬ মাস পরেই সন্তানের জন্ম! শাশুড়ি বউমাকে ঘরছাড়া করলে জানা গেল আসল রহস্য!

রোজানা ইঙ্কপেন যখন তাঁর স্বামী স্কটের সঙ্গে প্রথম দেখা করেন তখন তাঁর বয়স ছিল ১৮ বছর এবং স্কটের বয়স ছিল ৪৪ বছর। রোজানা ইঙ্কপেন ও স্কটের মধ্যে প্রায় ২৫ বছর বয়সের ব্যবধান হলেও তাঁরা একে অপরকে ডেট করা শুরু করেন।

advertisement

সেই সময় স্কট অস্ট্রেলিয়ায় স্টিল ব্রোকার ছিলেন এবং ছুটি কাটাতে নিউজিল্যান্ডে এসেছিলেন। স্কট ও রোজানা ইঙ্কপেনের সঙ্গে প্রথম দেখা হওয়ার কিছুদিনের মধ্যেই তাঁরা দু'জনে এনগেজমেন্ট সেরে ফেলেন। স্কট এবং রোজানা ইঙ্কপেন দু'জনেই তাঁদের সম্পর্কে বয়সকে বেশি গুরুত্ব দেন না।

advertisement

রোজানা ইঙ্কপেন জানিয়েছেন যে, তিনি যখন স্কটের সঙ্গে প্রথম দেখা করেন তখন পুরো শহর জুড়ে স্কটকে নিয়েই চর্চা চলছিল। প্রায় সবাই স্কটের বিষয়ে জানতে আগ্রহী ছিল। এর মধ্যেই তাঁদের দু'জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। রোজানা ইঙ্কপেন স্কটের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়া পৌঁছে যান এবং সেখান থেকেই তাঁদের ভালোবাসার শুরু হয়।

advertisement

রোজানা ইঙ্কপেন জানিয়েছেন যে, অনেকেই তাঁকে বলেছিলেন যে সব কিছু এত তাড়াতাড়ি হলেও এই সম্পর্ক বেশি দিন টিকবে না। কিন্তু তিনি মনে করেন একে অপরের ওপর ভরসা রাখতে পারলেই সেই সম্পর্ক লম্বা সময় ধরে টিকিয়ে রাখা সম্ভব।

আরও পড়ুন-প্রেমিকাকে প্রেমের প্রমাণ দিতে গোপনাঙ্গে তালা দিয়ে দিলেন যুবক ! যেতেও হল হাসপাতালে

২৫ বছর বয়সের ব্যবধান থাকলেও স্কট ও রোজানা ইঙ্কপেনের সম্পর্ক এগিয়ে যেতে থাকে এবং তাঁরা বিয়ে করে নেন। এর পর রোজানা ইঙ্কপেনকে অনেকে বলেছেন যে স্কট টাকার জন্য তাঁকে বিয়ে করেছেন। এই বিয়ের পর রোজানা ইঙ্কপেনের অনেক কাছের বন্ধু তাঁর থেকে দূরে সরে গিয়েছেন, কারণ তাঁর স্বামীর বয়স তাঁর বাবার বয়সের সমান।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রোজানা ইঙ্কপেন জানিয়েছেন যে বেশির ভাগ লোকই তাঁদের দেখে স্বামী ও স্ত্রী ভাবার বদলে, বাবা ও মেয়ে মনে করেন। এই সমস্ত কথা শুনলেও তিনি নিজের স্বামীর সঙ্গে খুবই সুখী রয়েছেন ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: মেয়ে আর বাবার বিয়ে? দম্পতিকে ঘিরে এ কী নিয়ে চলছে আলোচনা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল