TRENDING:

Viral News: শরীর খারাপ লাগায় হাসপাতালে চেক-আপে গিয়েছিলেন তরুণী, ডাক্তাররা যা জানালেন চমকে ওঠার মতো !

Last Updated:

গর্ভে সন্তান নিয়ে ২৬ সপ্তাহ পার করে ফেলেছেন, তাও তিনি সেটা বুঝতে পারেননি? এটা কী করে হয়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: ভালোবাসার সঙ্গে শারীরিক সম্পর্কের যোগসূত্র খুব একটা অস্বাভাবিক কিছু নয়। প্রাপ্তবয়স্ক দুই পক্ষের যদি এতে সম্মতি থাকে, তাহলে বিষয়টি কোনও দিক থেকেই সমালোচনার আওতায় পড়ে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, জেস (Jess) নামের এক টিকটক (TikTok) ইউজার সম্প্রতি তাঁর জীবনের যে অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তা নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে। জেসের জীবনের অভিজ্ঞতার কথা জানার পর থেকে তাঁকে নিয়ে রীতিমতো কুকথা এবং সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral News)।
হাসপাতালে চেক আপের জন্য পৌঁছলেন তরুণী, রিপোর্টে উঠে এল অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থার কথা! (Photo: TikTok)
হাসপাতালে চেক আপের জন্য পৌঁছলেন তরুণী, রিপোর্টে উঠে এল অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থার কথা! (Photo: TikTok)
advertisement

আসলে জেস তাঁর জীবনের এক বিরল পর্বের কথা সম্প্রতি খোলাখুলি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া ইউজারদের সঙ্গে। জানিয়েছেন যে ১৮ বছর বয়সে তিনি কী ভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন এবং সেই ঘটনা তাঁকে কতটা স্তম্ভিত করে দিয়েছিল। জেসের দাবি, তিনি প্রথমে বুঝতেই পারেননি যে তিনি মা হতে চলেছেন।

আরও পড়ুন-Viral News: গায়ে হলুদের সময়েই হঠাৎ প্রচণ্ড পেটে ব্যথা, বিয়ের একদিন আগে সন্তান প্রসব করলেন কনে !

advertisement

জেস জানিয়েছেন যে ওই বয়সে তাঁর এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল, খুব দ্রুত সেই আলাপ বদলে যায় অন্তরঙ্গ সম্পর্কে। এভাবেই তাঁরা দেখতে দেখতে পার করে ফেলেন চারটি মাস। এর মধ্যে আচমকাই একদিন শরীর খারাপ হয় জেসের। তিনি ঠিক করেন ব্যাপারটা ফেলে না রেখে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করাই উচিত হবে। সেই মতো জেস যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে পৌঁছান, স্বাভাবিক ভাবেই তাঁকে বেশ কয়েকটি মেডিক্যাল টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। আর সেই মেডিক্যাল টেস্টের রিপোর্ট থেকেই জানা যায় যে তিনি ২৬ সপ্তাহের গর্ভবতী!

advertisement

গর্ভে সন্তান নিয়ে ২৬ সপ্তাহ পার করে ফেলেছেন, তাও তিনি সেটা বুঝতে পারেননি? এটা কী করে হয়?

জেসের এই অভিজ্ঞতার নেপথ্যে রয়েছে এক বিরল শারীরিক জটিলতা। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয়ে থাকে ক্রিপ্টিক প্রেগনেন্সি (Cryptic Pregnancy)। অর্থাৎ এই ধরনের বিরল শারীরিক অবস্থায় অন্তঃসত্ত্বা হলেও তার কোনও লক্ষণ দেখা যায় না। গর্ভধারণ করলেও বহির্প্রকাশ দেখা যায় না, ফলে অন্তঃস্বত্ত্বার কিছু বোঝার উপায়ও থাকে না।

advertisement

আরও পড়ুন-Viral News: পরকীয়ায় আসক্ত স্বামীকে হাতে-নাতে ধরতে এ কী করলেন স্ত্রী! হার মানালেন গোয়েন্দাদেরও

নেটিজেনরা অবশ্য ঘটনায় সবার আগে বিরূপ দিকটাই খুঁড়ে বের করেছেন। তাঁদের দাবি- মাত্র ৪ মাসের আলাপে এত দূর এগোলে এমন ঘটনা ঘটাই স্বাভাবিক!

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

জেস কিন্তু তাঁর ট্রোলারদের মুখ বন্ধ করেছেন একেবারে জুতসই জবাব দিয়ে। তিনি জানিয়েছেন যে সব কিছু জানার পরে ওই ব্যক্তি জেস এবং তাঁদের সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করেননি। তাঁরা বিগত ২ বছর ধরে একসঙ্গে বাস করছেন, একটি বাড়িও কিনেছেন এর মধ্যে। ১৮ মাসের শিশুসন্তান নিয়ে জেসের গৃহকোণ এখন সুখে পরিপূর্ণ!

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: শরীর খারাপ লাগায় হাসপাতালে চেক-আপে গিয়েছিলেন তরুণী, ডাক্তাররা যা জানালেন চমকে ওঠার মতো !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল