অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে আক্রান্ত প্রেস্টনের কাছে ভাইয়ের অস্থিমজ্জা এখন জীবনদায়ী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভাইকে বাস্তব জীবনের সুপারহিরো বলেছে দাদা, প্রেস্টন।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! বিশ্বে একটিমাত্র জায়গাতেই পাওয়া যায় এই বেগুনি মধু, জানুন কোথায়
দাদার কথা অবশ্য সহজে মানতে নারাজ ভাই ক্যামেরন। একরত্তি বলেছে, "ইঞ্জেকশন দেওয়া হয়েছে মানে এই নয় যে আমি তোমাকে বাঁচিয়েছি।" ভাইয়ের কথা শুনে তার অবদান মনে করিয়ে দেয় দাদা। বলে, "আমার শরীরে বোনম্যারো নষ্ট হয়ে গিয়েছে। তার কারণ ক্যানসার। তুমি আমাকে বোনম্যারো দিয়েছো। তাই, এটাই ঠিক যে তুমি আমার জীবন রক্ষা করেছ।"
advertisement
এর পর ভাইকে বুঝিয়ে দেয় দাদা। বলে কীভাবে বোনম্যারো অপারেশন করা হয়। এই অস্ত্রোপচারে কী হবে, সেটাও বলে দাদা প্রেস্টন। বার বার বলতে থাকে ছোট্ট ভাই-ই তাঁর জীবনের সুপারহিরো। দুই একরত্তি মনে করিয়ে দিল ১৪ ফেব্রুয়ারি শুধু প্রেমের দিনই নয়। সেটা জাতীয় অঙ্গদান দিবসও।