প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিয়ে দেন ঘাতক। পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। এই ঘটনাকে নিছক দুষ্কৃতী হামলা বলতে নারাজ গোয়েন্দারা৷ তাঁদের মতে, এটা সন্ত্রাসবাদীদের হামলা৷ দুষ্কৃতী হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-এর যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন : এই ৪ ক্রেডিট কার্ড থাকলেই কেল্লা ফতে! লাক্সারি হোটেলে বিনামূল্যে থাকতে পারবেন, দেখে নিন তালিকা
advertisement
লুইসিনিয়া স্টেট পুলিশের গোয়েন্দারা তাঁদের ইন্টেলিজেন্স বুলেটিনে জানিয়েছেন পতাকা ছাড়াও ঘাতকের গাড়ি থেকে বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, হামলায় অভিযুক্ত ব্যক্তি আগে আমেরিকার সেনাবাহিনীতে কাজ করতেন। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসাবে কাজ করেন তিনি। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার কড়া নিন্দা করে বলেছেন, জনসাধারণের নিরাপত্তার সঙ্গে জড়িতে এই হানার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হবে৷