TRENDING:

USA Attack: গাড়িতে ইসলামিক স্টেট-এর পতাকা! আমেরিকায় বর্ষবরণের জমায়েতে প্রাক্তন সেনাকর্মীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫

Last Updated:

USA Attack: এই ঘটনাকে নিছক দুষ্কৃতী হামলা বলতে নারাজ গোয়েন্দারা৷ তাঁদের মতে, এটা সন্ত্রাসবাদীদের হামলা৷ দুষ্কৃতী হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-এর যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ অর্লিন্স : আমেরিকার নিউ অর্লিন্সে বর্ষবরণের আনন্দ পাল্টে গেল রক্তাক্ত শোকে৷ শহরের ঝলমলে ফ্রেঞ্চ কোয়ার্টারে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে জমায়েত হয়ে প্রাক্তন সেনাকর্মীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন অন্তত ১৫ জন৷ আহত কমপক্ষে ৩০ জন৷ পরে পুলিশের গুলিতে প্রাণ হারান ঘাতক সেনাকর্মী শামসুদ-দিন জব্বর৷ তাঁর গাড়িতে আইএসআইএস-এর পতাকা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে এফবিআই৷ গোয়েন্দাদের ধারণা, এই ঘটনায় আরও অনেক চক্রান্তকারী জড়িত৷
News18
News18
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ভিড়ের মধ্যে প্রবল গতিতে গাড়ি চালিয়ে বহু মানুষকে পিয়ে দেন ঘাতক। পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। এই ঘটনাকে নিছক দুষ্কৃতী হামলা বলতে নারাজ গোয়েন্দারা৷ তাঁদের মতে, এটা সন্ত্রাসবাদীদের হামলা৷ দুষ্কৃতী হামলায় সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (আইএস)-এর যোগ রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন : এই ৪ ক্রেডিট কার্ড থাকলেই কেল্লা ফতে! লাক্সারি হোটেলে বিনামূল্যে থাকতে পারবেন, দেখে নিন তালিকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

লুইসিনিয়া স্টেট পুলিশের গোয়েন্দারা তাঁদের ইন্টেলিজেন্স বুলেটিনে জানিয়েছেন পতাকা ছাড়াও ঘাতকের গাড়ি থেকে বন্দুক এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, হামলায় অভিযুক্ত ব্যক্তি আগে আমেরিকার সেনাবাহিনীতে কাজ করতেন। ২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত তিনি সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিলেন। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য হিসাবে কাজ করেন তিনি। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার কড়া নিন্দা করে বলেছেন, জনসাধারণের নিরাপত্তার সঙ্গে জড়িতে এই হানার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
USA Attack: গাড়িতে ইসলামিক স্টেট-এর পতাকা! আমেরিকায় বর্ষবরণের জমায়েতে প্রাক্তন সেনাকর্মীর গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫
Open in App
হোম
খবর
ফটো
লোকাল