TRENDING:

Iran Uranium Mystery: খোঁজ নেই ৪০০ কেজি ইউরেনিয়ামের, ফোরডোয় হামলার আগেই আসল জিনিস সরিয়ে ফেলল ইরান? বাড়ছে রহস্য

Last Updated:

মনে করা হচ্ছে, সম্ভবত মার্কিন হামলার আগেই ওই ইউরেনিয়াম কোনও গোপন ঠিকানায় সরিয়ে ফেলেছে ইরান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইরানের তিন তিনটি পারমাণবিক কেন্দ্রে একসঙ্গে মহান শক্তিশালী বোমা ফেলেছিল আমেরিকা৷ এর মধ্যে ছিল ইরানের সবথেকে বড় পারমাণবিক প্রকল্প ফোরডো৷ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, আমেরিকার হামলায় ইরানের পরমাণু প্রকল্পগুলি মাটিতে মিশে গিয়েছে৷ যদিও তেহরান পাল্টা দাবি করেছে, মার্কিন হামলায় সেভাবে ক্ষতি হয়নি ফোরডো পারমাণবিক কেন্দ্রের৷
আমেরিকার হামলার আগে  (বাঁদিকে) এবং পরে ফোরডো পরমাণু কেন্দ্রের উপগ্রহ চিত্র৷ (ম্যাক্সার টেকনলজিস-এ র থেকে পাওয়া ছবি, সৌজন্যে- রয়টার্স)
আমেরিকার হামলার আগে (বাঁদিকে) এবং পরে ফোরডো পরমাণু কেন্দ্রের উপগ্রহ চিত্র৷ (ম্যাক্সার টেকনলজিস-এ র থেকে পাওয়া ছবি, সৌজন্যে- রয়টার্স)
advertisement

এবার আরও চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স৷ তাঁর দাবি, আমেরিকার হামলার পর থেকেই ইরানের ফোরডো পরমাণু কেন্দ্রে মজুত করে রাখা প্রায় চারশো কেজি ইউরেনিয়ামের খোঁজ নেই৷ মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারেই এই দাবি করেছেন জে ডি ভান্স৷

আরও পড়ুন: ইরানকে বাগে আনতে শেষে কাকে ফোন করলেন ট্রাম্প, কী সাহায্য চাইলেন মার্কিন প্রেসি়ডেন্ট?

advertisement

যে পরিমাণ ইউরেনিয়ামের খোঁজ নেই, তা দিয়ে অন্তত দশটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব বলে এনডিটিভি-র একটি রিপোর্টে দাবি করা হয়েছে৷ মনে করা হচ্ছে, সম্ভবত মার্কিন হামলার আগেই ওই ইউরেনিয়াম কোনও গোপন ঠিকানায় সরিয়ে ফেলেছে ইরান৷

ফোরডোয় মার্কিন হামলার আগে উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, পাহাড়ে ঘেরা ওই ভুগর্ভস্থ পরমাণু কেন্দ্রের বাইরে ১৬টি ট্রাক অপেক্ষা করছে৷ মার্কিন হামলায় ফোরডো পরমাণু কেন্দ্রের যে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, উপগ্রহ চিত্রেই তা ধরা পড়েছে৷ কিন্তু পরমাণু কেন্দ্রের বাইরে অপেক্ষারত ওই ট্রাকগুলির আর কোছবি উপগ্রহ চিত্রে দেখা যায়নি৷ ফলে মনে করা হচ্ছে, ওই ১৬টি ট্রাকে করেই মজুত করে রাখা ইউরেনিয়ম অন্যত্র সরিয়ে দিয়েছে ইরান৷ ইজরায়েল এবং ইরানের গোয়েন্দাদের ধারণা, ইরানের পুরনো রাজধানী ইশফাহানে আরও একটি ভুর্গভস্থ ডেরায় এই ইউরেনিয়াম সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি, তেহরানও মুখ খোলেনি৷ ফলে ইউরেনিয়াম রহস্য আরও ঘনীভূত হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Uranium Mystery: খোঁজ নেই ৪০০ কেজি ইউরেনিয়ামের, ফোরডোয় হামলার আগেই আসল জিনিস সরিয়ে ফেলল ইরান? বাড়ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল