TRENDING:

Iran Uranium Mystery: খোঁজ নেই ৪০০ কেজি ইউরেনিয়ামের, ফোরডোয় হামলার আগেই আসল জিনিস সরিয়ে ফেলল ইরান? বাড়ছে রহস্য

Last Updated:

মনে করা হচ্ছে, সম্ভবত মার্কিন হামলার আগেই ওই ইউরেনিয়াম কোনও গোপন ঠিকানায় সরিয়ে ফেলেছে ইরান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইরানের তিন তিনটি পারমাণবিক কেন্দ্রে একসঙ্গে মহান শক্তিশালী বোমা ফেলেছিল আমেরিকা৷ এর মধ্যে ছিল ইরানের সবথেকে বড় পারমাণবিক প্রকল্প ফোরডো৷ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, আমেরিকার হামলায় ইরানের পরমাণু প্রকল্পগুলি মাটিতে মিশে গিয়েছে৷ যদিও তেহরান পাল্টা দাবি করেছে, মার্কিন হামলায় সেভাবে ক্ষতি হয়নি ফোরডো পারমাণবিক কেন্দ্রের৷
আমেরিকার হামলার আগে  (বাঁদিকে) এবং পরে ফোরডো পরমাণু কেন্দ্রের উপগ্রহ চিত্র৷ (ম্যাক্সার টেকনলজিস-এ র থেকে পাওয়া ছবি, সৌজন্যে- রয়টার্স)
আমেরিকার হামলার আগে (বাঁদিকে) এবং পরে ফোরডো পরমাণু কেন্দ্রের উপগ্রহ চিত্র৷ (ম্যাক্সার টেকনলজিস-এ র থেকে পাওয়া ছবি, সৌজন্যে- রয়টার্স)
advertisement

এবার আরও চাঞ্চল্যকর দাবি করলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স৷ তাঁর দাবি, আমেরিকার হামলার পর থেকেই ইরানের ফোরডো পরমাণু কেন্দ্রে মজুত করে রাখা প্রায় চারশো কেজি ইউরেনিয়ামের খোঁজ নেই৷ মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারেই এই দাবি করেছেন জে ডি ভান্স৷

আরও পড়ুন: ইরানকে বাগে আনতে শেষে কাকে ফোন করলেন ট্রাম্প, কী সাহায্য চাইলেন মার্কিন প্রেসি়ডেন্ট?

advertisement

যে পরিমাণ ইউরেনিয়ামের খোঁজ নেই, তা দিয়ে অন্তত দশটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব বলে এনডিটিভি-র একটি রিপোর্টে দাবি করা হয়েছে৷ মনে করা হচ্ছে, সম্ভবত মার্কিন হামলার আগেই ওই ইউরেনিয়াম কোনও গোপন ঠিকানায় সরিয়ে ফেলেছে ইরান৷

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

ফোরডোয় মার্কিন হামলার আগে উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, পাহাড়ে ঘেরা ওই ভুগর্ভস্থ পরমাণু কেন্দ্রের বাইরে ১৬টি ট্রাক অপেক্ষা করছে৷ মার্কিন হামলায় ফোরডো পরমাণু কেন্দ্রের যে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, উপগ্রহ চিত্রেই তা ধরা পড়েছে৷ কিন্তু পরমাণু কেন্দ্রের বাইরে অপেক্ষারত ওই ট্রাকগুলির আর কোছবি উপগ্রহ চিত্রে দেখা যায়নি৷ ফলে মনে করা হচ্ছে, ওই ১৬টি ট্রাকে করেই মজুত করে রাখা ইউরেনিয়ম অন্যত্র সরিয়ে দিয়েছে ইরান৷ ইজরায়েল এবং ইরানের গোয়েন্দাদের ধারণা, ইরানের পুরনো রাজধানী ইশফাহানে আরও একটি ভুর্গভস্থ ডেরায় এই ইউরেনিয়াম সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি, তেহরানও মুখ খোলেনি৷ ফলে ইউরেনিয়াম রহস্য আরও ঘনীভূত হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Uranium Mystery: খোঁজ নেই ৪০০ কেজি ইউরেনিয়ামের, ফোরডোয় হামলার আগেই আসল জিনিস সরিয়ে ফেলল ইরান? বাড়ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল