TRENDING:

US Presidential Elections 2024: এমন সুখের দিন শেষ, রাষ্ট্রপতি পদে কমলাকে সমর্থন করলেন না বারাক ওবামা! কেন জানেন?

Last Updated:

US Presidential Elections 2024: বয়স বাইডেনের প্রধান শত্রু। ৮১ বছর বয়সে তিনি কীভাবে আমেরিকার দায়িত্বভার সামলাবেন সেই প্রশ্ন অনেকদিন থেকেই উঠছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: ডেমোক্র্যাট পার্টিতে অন্তর্দ্বন্দ্ব! রাষ্ট্রপতি পদপ্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে প্রচারে নামছেন না বারাক ওবামা। এমনটাই জানা গিয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর ক্ষমতা কমলা হ্যারিসের নেই বলে মনে করেন ওবামা। তাই তিনি প্রচার থেকে দূরে থাকছেন। বাইডেন পরিবারের ঘনিষ্ঠ সূত্র এই খবর জানিয়েছে।
সুখের সময়... প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস
সুখের সময়... প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস
advertisement

প্রথম থেকেই জো বাইডেনকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চেয়েছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। তবে দলে খুব একটা সমর্থন ছিল না বাইডেনের। অবশ্য এই নিয়ে ডেমোক্র্যাটদের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। এরপর আচমকাই রাষ্ট্রপতির দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন ৮১ বছর বয়সী বাইডেন। তখনই কমলা হ্যারিসের নাম সামনে আসে। অধিকাংশ ডেমোক্র্যাটিক নেতাই কমলার পক্ষে দাঁড়ান।

advertisement

আরও পড়ুন: ক্যালসিয়ামে ভরপুর এই সবজি খেতে যেন ‘মটন’, জানেন এটি খেলে শরীরে কী হয়? যা বলছেন চিকিৎসক

নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলেছেন, “ওবামা অত্যন্ত বিরক্ত। তিনি জানেন, কমলা কোনওভাবেই জিততে পারবেন না। ’’ রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কমলাকে ‘অযোগ্য’ বলে মনে করেন ওবামা। ওই সূত্র বলেছেন, “ওবামা মনে করেন, তিনি অযোগ্য। তিনি এমন সীমান্ত রক্ষী যে কোনও সীমান্ত দেখেনি। সমস্ত অভিবাসীদের স্বাস্থ্যবিমা করার পরামর্শ দেন। আগামী দিনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য প্রস্তুত নন কমলা।’’

advertisement

আরও পড়ুন: দেশের সেরা MBA কলেজ কোনটি? কলকাতার কোন কলেজ তালিকায়? ভর্তির আগে IIRF-এর তালিকা দেখুন

বয়স বাইডেনের প্রধান শত্রু। ৮১ বছর বয়সে তিনি কীভাবে আমেরিকার দায়িত্বভার সামলাবেন সেই প্রশ্ন অনেকদিন থেকেই উঠছে। তাঁর স্বাস্থ্য নিয়েও জল্পনা ছড়িয়েছে একাধিকবার। গত মাসে আটলান্টায় ট্রাম্পের সঙ্গে বিতর্কসভায় বাইডেন সেভাবে জ্বলে উঠতে পারেননি। বরং ট্রাম্পের সামনে তাঁকে কিছুটা নিষ্প্রভই লেগেছে। এরপরই বাইডেনকে সরানোর দাবি উঠে যায় ডেমোক্র্যাটদের অন্দরে।

advertisement

বাইডেন পরিবারের ঘনিষ্ঠ সূত্র অবশ্য কমলা হ্যারিসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ট্রাম্পের বিপক্ষে বিতর্ক হলে তিনি দাঁড়াতে পারবেন না, বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, “কমলা হ্যারিস ভাল করে কথা বলতে পারেন না। বিতর্ক তো দূর। টেলিভিশন শো–তে ট্রাম্পের সামনে দাঁড়ালে গোহারা হারবে। ইজরায়েল, প্যালেস্তাইন এবং ইউক্রেন নিয়েও ভুলভাল মন্তব্য করেছেন।’’ তবে বাইডেন নিজে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন করেছেন। এই ঘটনায় ওবামা যথেষ্ট আশ্চর্য হয়ে যান বলে মন্তব্য করেছেন বাইডেন পরিবারের ঘনিষ্ঠ ওই সূত্র।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
US Presidential Elections 2024: এমন সুখের দিন শেষ, রাষ্ট্রপতি পদে কমলাকে সমর্থন করলেন না বারাক ওবামা! কেন জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল