নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলেন গ্রেটা। সেখানেই ১৬ বছরের সুইডিশ কিশোরী রীতিমতো তুলোধনা করল রাষ্ট্রনায়কদের৷ বিশ্ববাসী তাঁকে কুর্নিশ জানাচ্ছে৷ প্রশাসনের উদ্দেশে গ্রেটা জানাল, 'আমরা আপনাদের লক্ষ্য করছি। সবকিছু ভুল হচ্ছে। আমার এখানে থাকার কথাই নয়। বরং সাগরের ওপারে নিজের স্কুলে থাকা উচিত।' পড়াশোনা থেকে আপাতত এক বছরের জন্য বিরতি নিয়ে সে আপ্রাণ চেষ্টা করছে পরিবেশকে বাঁচানোর।
advertisement
ক্ষুব্ধ কিশোরী রাষ্ট্রনায়কদের বললেন, 'আশা নিয়ে তোমরা আমাদের কাছে আসো। কী সাহস তোমাদের! হাউ ডেয়ার ইউ! ফাঁকা ভাষণ দিয়ে আমাদের শৈশবের সব স্বপ্ন ভেঙে চুরমার করে দাও। মানুষ মারা যাচ্ছে। গোটা পরিবেশ শেষ হয়ে যাচ্ছে। আমরা এখনও অনেকদিন বাঁচব। কিন্তু পৃথিবী বাঁচবে কি? দূষণ আর উষ্ণায়নে পৃথিবীর মৃত্যু ডেকে আনছেন আপনারা। আপনাদের মতো নীতি নির্ধারকদের জন্যই এই দুর্গতি আমাদের ছোটদের। আমাদের ভোটে দাঁড়ানোর বয়স হয়নি। আপনারা জিতেছেন৷ তাই আপনাদের ব্যবস্থা করতে হবে। করতেই হবে।'
রাষ্ট্রনায়কদের একহাত নিয়ে সুইডিশ কিশোরী গ্রেটা বলে, 'আপনারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কিন্তু এ বার যুব সমাজ সবটা বুঝতে পারছে। আগামী প্রজন্মের নজর আপনাদের উপরেই রয়েছে। আপনারা আমাদের হতাশ করলে কথা দিচ্ছি আমরা আপনাদের কাউকে রেয়াত করব না।'