‘জানুয়ারি গেলে সুর নরম হবে লালু ,কেজরিওয়াল এখন সব ইতিহাস’! অভিষেকের মন্তব্যে পাল্টা দিলেন দিলীপ!
বন্দে ভারত স্লিপার কোন কোন জেলার উপর দিয়ে যাবে? কত ভাড়া? পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় বড় সংযোজন
মার্কিন কর্মকর্তাদের দাবি, গোয়েন্দা মূল্যায়নে দেখা যাওয়ার পরই সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয় যে অ-সামরিক সব উপায় কার্যত অকার্যকর হয়ে পড়েছে—বিশেষ করে মাদক পাচার রোখা ও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযান অনুমোদন করেন। পেন্টাগনের ভাষ্য অনুযায়ী, এটি দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়; বরং লক্ষ্যভিত্তিক ও সময়সীমাবদ্ধ অভিযান—যেখানে গতি, নিখুঁততা ও কৌশলগত প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
কারাকাসে গুরুত্বপূর্ণ কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল স্থাপনা, অভিজাত নিরাপত্তা ইউনিট এবং প্রতিরক্ষা অবকাঠামো লক্ষ্য করে সমন্বিত হামলা চালায় মার্কিন বাহিনী। এর ফলে বিশেষ অভিযানকারী দল দ্রুত অগ্রসর হতে সক্ষম হয়। কয়েক ঘণ্টার মধ্যেই মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন হেফাজতে নেওয়া হয় এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। শীর্ষ মার্কিন কর্মকর্তারা দাবি করেন, বড় আকারের সেনা মোতায়েন বা দীর্ঘ লড়াই ছাড়াই লক্ষ্য পূরণ হওয়ায় এটি অন্যতম জটিল ও সফল যৌথ বিশেষ অভিযান।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য মাদক পাচার বন্ধ করা, জ্বালানি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক অস্থিরতা ঠেকানো—যাতে দীর্ঘমেয়াদি সামরিক জড়িত থাকার খরচ এড়ানো যায়। তবে মাদুরোর গ্রেফতারে ভেনেজুয়েলায় তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়াশিংটনের বক্তব্য, নিরাপত্তা নিয়ন্ত্রণ, অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরবর্তী পরিস্থিতির রূপরেখা তারা নির্ধারণ করবে। সমালোচকদের আশঙ্কা, এই অভিযান অঞ্চলে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দ্রুত এসেছে। রাশিয়া, ইরান, ব্রাজিল, চিন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ একাধিক দেশ হামলার নিন্দা জানিয়েছে বা সংযম ও আন্তর্জাতিক আইন মানার আহ্বান করেছে। ভেনেজুয়েলা জরুরি বৈঠকের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এ আবেদন করেছে।
