TRENDING:

লেগিংস পরায় বিমানে উঠতে বাধা দুই তরুণীকে

Last Updated:

লেগিংস পরে থাকায় আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সে দু’জন তরুণীকে উঠতে দেওয়া হয়নি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডেনভার: লেগিংস পরায় বিমানে উঠতে বাধা ৷ লেগিংস পরে থাকায় আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্সে দু’জন তরুণীকে উঠতে দেওয়া হয়নি ৷ রবিবার সকালে ডেনভার থেকে মিনেপোলিসের বিমানে ঘটনাটি ঘটেছে ৷ বিমানে ওঠার সময় এক বিমানকর্মী দুই তরুণীকে জানায় যে লেগিংস পরে বিমানে যাত্রা করা যাবে না ৷ তাদের পাশাপাশি আরও একজন লেগিংস পরেছিলেন ৷ কিন্তু তার কাছে অতিরিক্ত পোশাক থাকায় তিনি সেটি পরে নেন ৷ এবং তাকে বিমানে উঠতে দেওয়া হয় ৷ কিন্তু বাকি দু’জনের কাছে অতিরিক্ত পোশাক না থাকায় তাদের ফিরিয়ে দেয় বিমানকর্মীর ৷
advertisement

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ওই ঘটনার সাক্ষী ছিলেন শ্যানন ওয়াটস নামের আর এক মহিলা যাত্রী। তিনি বিষয়টি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় ৷

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর থেকেই তা ভাইরাল হয়ে গিয়েছে ৷ অনেকেই এর তীব্র নিন্দা করেছেন ৷ তবে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে ওই দুই তরুণী যে টিকিট কেটেছিলেন তাতে ড্রেস কোড বলে দেওয়া দিয়েছিল ৷ তাই তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ট্যুইটারে এই বিষয়ে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ওই দুই তরুণী ইউনাইটেড এয়ারলাইন্সের কর্মী পাস নিয়ে বিমানে উঠছিলেন। ওই পাস থাকলে সঠিক পোশাক পরতে হয় ৷ সাধারণ যাত্রীদের যে কোনও জামা–কাপড় পরতে পারেন ৷ তাতে আমাদের কোনও অসুবিধা নেই ৷ কিন্তু সংস্থার কর্মীদের ক্ষেত্রে কিছু নিয়ম আছে ৷ এবম সেটা তাদের মেনে চলতেই হবে ৷ তবে লেগিংস কেন পরা যাবে না তা এখনও স্পষ্ট করে বলা হয়নি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
লেগিংস পরায় বিমানে উঠতে বাধা দুই তরুণীকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল