TRENDING:

Russia vs Ukraine : রাশিয়ার থেকে ক্রাইমিয়া এবং ডনবাস ফেরত নেব! স্বাধীনতা দিবসে শপথ জ়েলেনস্কির

Last Updated:

Ukraine president Volodymyr Zelensky has vowed to take back Crimea from Russia. রাশিয়ার থেকে ক্রাইমিয়া এবং ডনবাস ফেরত নেব! স্বাধীনতা দিবসে শপথ জ়েলেনস্কির

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কিভ: অনেকেই মনে করেছিলেন যুদ্ধ লাগার পর তিনি হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন। কিন্তু তিনি লড়াই করার শপথ গ্রহণ করেছিলেন। সেটাই করেছেন। রাশিয়ার প্রবল হানার মুখেও লড়াই ছাড়েননি ইউক্রেন প্রেসিডেন্ট জ়েলেনস্কি। ২৪ অগস্ট, দেশের ৩১তম স্বাধীনতা দিবসে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের ছ’মাস পূর্ণ হল।
রাশিয়াকে আরও বড় আঘাত দেওয়ার ঘোষণা ইউক্রেনের
রাশিয়াকে আরও বড় আঘাত দেওয়ার ঘোষণা ইউক্রেনের
advertisement

আরও পড়ুন - East Bengal : ইস্টবেঙ্গলের সামনে আজ রাজস্থান, জিতে ডার্বির রিহার্সাল সারতে চান স্টিফেন

তবে ইউক্রেনের মাটিতে আগামী দিনে রুশ হামলার তীব্রতা আরও বাড়তে পারে বলে অশনিসঙ্কেত মিলেছিল আগেই। সেই আশঙ্কার কথা মাথায় রেখে আজ দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছিল। কোথাও জনসমাগমের অনুমতি দেওয়া হয়নি। শুধু সরকারি ও সামরিক অনুষ্ঠান হয়েছে। যদিও আজও মধ্য ইউক্রেনের একটি রেলস্টেশনকে নিশানা করে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে কয়েক জন হতাহত হয়েছেন বলে জ়েলেনস্কি জানিয়েছেন।

advertisement

advertisement

প্রেক্ষাপটে জ্বলজ্বল করছিল ভেঙেচুরে যাওয়া রুশ ট্যাঙ্ক ও সমরাস্ত্রের ধ্বংসাবশেষ। সংবাদ মাধ্যমে সম্প্রচারিত সেই ভাষণে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ২৪ ফেব্রুয়ারি (যুদ্ধ শুরুর দিন) আমাদের বলা হয়েছিল, কোনও সুযোগ বাকি নেই। আর আজ, ২৪ অগস্ট আমরা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই ছ’মাসে আমরা ইতিহাস বদলে দিয়েছি। বিশ্বকে বদলে দিয়েছি। সর্বোপরি, নিজেরাও বদলে গিয়েছি।

advertisement

এ দিনের ভাষণে রাশিয়া অধিকৃত ডনবাস অঞ্চল এবং ক্রাইমিয়া পুনরুদ্ধারের শপথ নেন জ়েলেনস্কি। ইউক্রেনবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে আমেরিকা, জার্মানি, ফ্রান্স, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, ব্রিটেন-সহ বহু দেশ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

পাশে থাকার বার্তা দিয়ে এদিন কিভে জ়েলেনস্কির অনুষ্ঠানে যোগ দেন বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিস জানিয়েছেন জ়েলেনস্কি সারা পৃথিবীর নেতাদের কাছে বিশাল একটি উদাহরণ। তার লড়াকু মানসিকতা এবং সংকল্পের তারিফ করেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia vs Ukraine : রাশিয়ার থেকে ক্রাইমিয়া এবং ডনবাস ফেরত নেব! স্বাধীনতা দিবসে শপথ জ়েলেনস্কির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল