TRENDING:

সাধারণতন্ত্র দিবসের আসতে পারলেন না বরিস জনসন, ভিডিওবার্তায় শুভেচ্ছা, জানালেন শীঘ্রই আসছেন

Last Updated:

মঙ্গলবার একটি ভিডিও বার্তায় ভারত সফরে আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারতকে 'বিশ্বের বৃহত্তম সার্বভৌম গণতন্ত্র' হিসেবে অভিহিত করে বলেছিলেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই আগামী দিনে তিনি ভারতে আসছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: আজ মঙ্গলবার ভারতের সাধারণতন্ত্র দিবসের বিশেষ অতিথি হয়ে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। কিন্তু করোনার নয়া স্ট্রেন নিয়ে এখন নাজেহাল ব্রিটেন। তাই ভারত সফর এখন কিছু দিন স্থগিত বলে পূর্বেই জানিয়েছিলেন বরিস জনসনের সরকার। তবে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তায় ভারত সফরে আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করলেন। ভারতকে 'বিশ্বের বৃহত্তম সার্বভৌম গণতন্ত্র' হিসেবে অভিহিত করে তিনি বললেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেই আগামী দিনে তিনি ভারতে আসছেন।
advertisement

এদিন বরিস বলেছেন, "ভারত সফরে আসতে না পারলেও যুক্তরাজ্য ও ভারত জোট বেধে করোনা মোকাবিলা করছে। বিশ্বের মানুষকে এই মারণভাইরাস থকে রক্ষা করতে দু'টি দেশ পাশাপাশি কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমি উভয়েই যে সম্পর্ক তৈরি করেছি তা আরও মজবুত করার অপেক্ষায় এখন। সুতরাং, আমি এই বছরের শেষদিকে ভারত সফর করার প্রত্যাশায় রয়েছি"।

advertisement

ব্রিটেনে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে তিনি আরও বলেন, "সারা বিশ্বে এই ভাইরাসটি ব্রিটেন এবং ভারতের পরিবার এবং বন্ধুবান্ধবসহ মানুষকে আলাদা থাকতে বাধ্য করছে"। এই প্রেক্ষাপটকে সামনে রেখে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি'কে দুই দেশের মধ্যে '‌সেতু' বলে অভিহিত করেছেন। পাশাপাশি ভিডিও বার্তায় ব্রিটেনে বসবাসকারী সকল ভারতীয়দের এবং ভারতকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বরিস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারত-ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গোটা ছবিটাই বদলে দিয়েছে করোনার নয়া অবতার। আগের থেকে অনেক বেশি সংক্রামক এই নতুন করোনা স্ট্রেন। উল্লেখ্য, পূর্বে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছিল, ভারত সফরকে কাজে লাগিয়ে, দেশের বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা এবং সুরক্ষা বিষয়ক সমস্যাগুলি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। শুধু তাই নয়, ব্রিটেন ইওরোপিয়ন ইউনিয়ন ছেড়ে আসার পর, এটিই হতে চলেছিল ব্রিটেনের তরফে প্রথম দ্বিপাক্ষিক সফর। তবে সব কিছুই এলোমেলো করে দিয়েছে করোনা পরিস্থিতি।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
সাধারণতন্ত্র দিবসের আসতে পারলেন না বরিস জনসন, ভিডিওবার্তায় শুভেচ্ছা, জানালেন শীঘ্রই আসছেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল