জোড়া ভূমিকম্পে আতঙ্ক ছড়াল ইতালিতে ৷ ইটালির ন্যাশনাল ভলক্যানোলজি সেন্টার জানিয়েছে, বুধবার বিকেলে ৫.৪ এবং ৫.৯ কম্পনমাত্রার দুই জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ইটালি ৷ ভূমিকম্পের মধ্য ইতালির মারচে প্রদেশের মাসেরাতা অঞ্চল। ভূপৃষ্ঠের ৯ কিমি গভীরে কম্পন হয়। যদিও রোম ছাড়িয়ে উত্তরের ভেনেটোর বাসিন্দারও কম্পন অনুভব করেন ৷ পেরুভিয়ার কাছেও অনুভূত হয় কম্পন ৷
advertisement
ভূমিকম্পের ফলে মধ্য ইটালিতে বহু বাড়ি ভেঙে পড়েছে ৷ সরকারি উদ্ধারকারীদল তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছেন ৷ তবে প্রাণহানির কোনও খবর এখনও মেলেনি ৷ এছাড়াও রোম ছাড়াও ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে ৷
চলতি বছরের ২৪ অগাস্টে ভূমিকম্পে তছনছ হয়ে যায় ইতালি ৷ প্রাণ হারান প্রায় ৩০০ জন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2016 9:34 AM IST