TRENDING:

গুলি করলেও দেশে ফিরব না! রোহিঙ্গাদের কথা শুনে আবেগে ভাসলেন অ্যাঞ্জেলিনা জোলি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কক্সবাজার: এই প্রথমবার বাংলাদেশ সফরে এসেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ৷ তবে তিনি এসেছেন মূলত রাষ্ট্রসঙ্ঘের শুভেচ্ছা দূত হয়ে রোহিঙ্গাদের অবস্থা দেখতে।
advertisement

কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাতের পর ঢাকায় এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। কক্সবাজারে অভিনেত্রী পৌঁছতেই আবেগতাড়িত হয়ে পড়েন ৷ অ্যাঞ্জেলিনা জোলির কাছে রোহিঙ্গা শিবিরের বহু আশ্রিত আবেদন করেনে, ‘‘আমাদের বাংলাদেশে রাখো নইলে গুলি করো। কিন্তু রাখাইনে ফেরত দিয়ো না ৷’’এর উত্তরে তাঁদের আশ্বাসও দেন জোলি ৷ তিনি বলেন, ‘‘সবার দায়িত্ব হল রাখাইনে রোহিঙ্গাদের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যেনো ফেরত না পাঠানো হয়।’’

advertisement

একই সঙ্গে, বিপুল পরিমাণে রোহিঙ্গাদের আশ্রয় ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন ৷ এর পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি ৷  তিনি বলেন, "তবে সংখ্যাটা এতো বড় যে বাংলাদেশ সামলাতে পারবেনা, সে কারণেই সবার সহযোগিতা দরকার"।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অ্যাঞ্জেলিনা জোলি বলেন রোহিঙ্গার জাতি হিসেবে বাংলাদেশে এসেই প্রথমবারের মতো নিবন্ধিত হলো। এখন বিশ্ব সম্প্রদায়ের উচিত তারা যাতে নিজ দেশে নাগরিকত্ব পেয়ে মর্যাদার সাথে বসবাস করতে পারে সেটি নিশ্চিত করা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
গুলি করলেও দেশে ফিরব না! রোহিঙ্গাদের কথা শুনে আবেগে ভাসলেন অ্যাঞ্জেলিনা জোলি