TRENDING:

গাঁটছড়া বাঁধতে চলেছে টয়োটা-সুজুকি

Last Updated:

মন্দা এবং তুমুল প্রতিযোগিতার বাজারে এখন সব সংস্থাই একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে ব্যস্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও : মন্দা এবং তুমুল প্রতিযোগিতার বাজারে এখন সব সংস্থাই একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে ব্যস্ত ৷ লাভের মুখ দেখে বাজারে টিকে থাকার লড়াইই তার প্রধান কারণ ৷ গাড়ি নির্মাতারাও এই কাজে পিছিয়ে নেই এখন ৷ গত বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল, জোট বাঁধতে চলেছে টয়োটা এবং সুজুকি ৷ এই কাজে দুই সংস্থা আরও অনেকটাই এগিয়ে গেল এবার ৷
advertisement

গত বছর অক্টোবরেই গাড়ি তৈরির ব্যাপারে একে অপরকে সাহায্য করার কথা প্রথমবার জানিয়েছিল দুই সংস্থা ৷ পরিবেশ, সুরক্ষা, তথ্যপ্রযুক্তি এবং যন্ত্রাংশের জোগান সংক্রান্ত সমস্ত বিষয়েই সহযোগিতা করার কথা ছিল ৷ দুই সংস্থার পক্ষ থেকে একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অক্টোবরের পর থেকেই দুই সংস্থার মধ্যে বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রেখেও গাঁটছড়া বাধা নিয়ে আলোচনা হয়েছে ৷ জোটের প্রাথমিক ধাপগুলি নিয়ে কাজ করা শুরুও হয়ে গিয়েছে ইতিমধ্যে ৷

advertisement

টয়োটা-র প্রেসিডেন্ট আকিও টয়োডা বলেছেন ‘‘সকলের কাছে গাড়ি চড়ার অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলতে আমরা সহযোগিতার জন্য তৈরি।’’ অন্য দিকে, সুজুকি-র চেয়ারম্যান ওসামু সুজুকি বলেছেন, ‘‘একটা যৌথ সম্পর্কের সূচনা লগ্নে আমরা দাঁড়িয়ে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
গাঁটছড়া বাঁধতে চলেছে টয়োটা-সুজুকি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল