TRENDING:

Pakistan plane crash|মিরাকল! ভয়াবহ পাক বিমান দুর্ঘটনায় প্রায় অক্ষত ব্যাঙ্ক অফ পঞ্জাবের CEO

Last Updated:

ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন আম্মার রশিদ নামে এক যুবকও৷ তিনি ২০এফ নম্বর সিটে বসেছিলেন৷ মহম্মদ জুবির নামে আরেক যাত্রীও বেঁচে গিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করাচি: পাকিস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রথমে মনে হয়েছিল, ১০৭ জন যাত্রীর কেউই আর বোধ হয় বেঁচে নেই৷ তবে পাক নিউজ চ্যানেল জিও টিভি জানাচ্ছে, এত ভয়াবহ একটি বিমান দুর্ঘটনায় খুব সামান্য ক্ষত নিয়ে আশ্চর্যজনক ভাবে বেঁচে গিয়েছেন ব্যাঙ্ক অফ পঞ্জাবের সিইও জাফর মাসুদ৷ বরাত জোরে বেঁচে গিয়েছেন পাকিস্তানের সরকারি সংস্থা আর্বান ইউনিটের সিইও খালিদ শেরদিল৷ তাঁরও ক্ষত অল্পই৷ মাত্র ৪ জন যাত্রীই বেঁচে গিয়েছেন বলে খবর৷
advertisement

ব্যাঙ্ক অফ পঞ্জাবের সিইও জাফর মাসুদ

শুক্রবার পাকিস্তানের দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে মোট ১০৭ জন ছিলেন৷ তার মধ্যে ৯৮ জন ছিলেন যাত্রী৷ তাঁদের মধ্যেই ছিলেন জাফর মাসুদ ও খালিদ শেরদিল৷ একটি ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জিন্না আন্তর্জাতিক বিনানবন্দরে নামার ঠিক আগেই ভেঙে পড়ে৷ বিমানের ধ্বংসস্তূপ থেকেই উদ্ধার করা হয় ব্যাঙ্ক অফ পঞ্জাবের সিইও জাফর মাসুদকে৷ তাঁকে ভর্তি করা হয় দারুল সেহত হাসপাতালে৷ জানা গিয়েছে, তাঁর ঘাড়ে ও পিছনে অল্প চোট লেগেছে৷ এমনকী বিমানটি বিস্ফোরণ হওয়ার পরেও জাফরের শরীরে সামান্য অংশও পোড়েনি৷

advertisement

ভয়াবহ বিমান দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন আম্মার রশিদ নামে এক যুবকও৷ তিনি ২০এফ নম্বর সিটে বসেছিলেন৷ মহম্মদ জুবির নামে আরেক যাত্রীও বেঁচে গিয়েছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

শুক্রবার করাচি বিমানবন্দরে ল্যান্ডিংয়ের আগে জনবহুল এলাকায় আচমকা ভেঙে পড়ে একটি পাক বিমান ৷ বিমান ৯জন শিশু-সহ ১০৭ জন যাত্রী ছিলেন ৷ দুর্ঘটনায় কারও বাঁচার সম্ভাবনা নেই বলেই মনে করা হয় ৷ জনবহুল এলাকায় বিমান ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan plane crash|মিরাকল! ভয়াবহ পাক বিমান দুর্ঘটনায় প্রায় অক্ষত ব্যাঙ্ক অফ পঞ্জাবের CEO
Open in App
হোম
খবর
ফটো
লোকাল