TRENDING:

বাগদাদ বিমানবন্দরের সামনেই মার্কিন রকেট হামলায় মৃত্যু ইরানের কুদস বাহিনীর প্রধানের

Last Updated:

বাগদাদে মার্কিনি এয়ারস্ট্রাইকে হত্যা ইরানের জেনারেল সুলেমানির !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাগদাদ: মার্কিন হামলায় মৃত্যু হল ইরানি কুদস্ বাহিনীর প্রধান কাসেম সোলেমানির ৷ আজ, শুক্রবার ভোরে ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরের সামনেই এক রকেট হামলায় মৃত্যু হয় কাসেমের ৷ এই হামলায় মৃত্যু হয়েছে ইরাকি আধা সেনার একজন উচ্চ-পদস্থ অফিসারেরও ৷ আমেরিকা-ইরানের সম্পর্ক এখন একেবারেই তলানিতে এসে ঠেকেছে ৷ যার জন্যই এই হামলা ৷ বাগদাদ বিমানবন্দরের সামনেই রকেট হামলায় এদিন মৃত্যু হয় সোলেমানির ৷
advertisement

‘আইআরজিসি’ নামে পরিচিত ইরানের রেভল্যুশনারি গার্ডের একজন কমান্ডার সোলাইমানি। তবে অলিখিতভাবে তাঁর পদমর্যাদা ওই দেশের যে কোনও সেনা কর্মকর্তার উপরে ছিল। রেভল্যুশনারি গার্ডের ‘কুদস্ ফোর্স’ তাঁর নিয়ন্ত্রণে পরিচালিত হত । গত ২১-২২ বছরে বাহিনীটি গড়ে তুলছিলেন সোলেমানি। অপ্রচলিত যুদ্ধের জন্য তৈরি একটা বিশাল ‘স্পেশাল অপারেশান ইউনিট’ এই বাহিনী ৷ যার প্রধান কর্মক্ষেত্র এখন ইরানের বাইরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এর আগে একাধিকবার সোলেমানির মৃত্যুর সংবাদ প্রচারিত হয়েছে। সব বারই তাঁর মৃত্যুর খবর অস্বীকার করেছে ইরান। তবে এবারের রকেট হামলায় সোলেমানির মৃত্যুর ব্যাপারে তারা নিশ্চিত বলেই ঘোষণা পেন্টাগনের ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
বাগদাদ বিমানবন্দরের সামনেই মার্কিন রকেট হামলায় মৃত্যু ইরানের কুদস বাহিনীর প্রধানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল