ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয় তাঁদের ‘নির্দিষ্ট লক্ষ্যে’ মিসাইল আঘাত হেনে ইরানের মদতপুষ্ট হিজবুল্লার মোট আট জন সদস্যকে খতম করতে সক্ষম হয়েছেন তাঁরা। অন্যদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এই মিসাইল আক্রমণে এখনও পর্যন্ত মোট ৫০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: শেখ হাসিনা সরকারের পতন, বাংলাদেশের কি আদতে ভাল হল? নাকি আসছে প্রবল খারাপ দিন
advertisement
এই বিষয়ে ইজারেয়েলের তরফ থেকে এক আধিকারিক জানান, “ইজরায়েলের মিসাইল হানায় রাডওয়ান ফোর্সের কম্যান্ডার ইব্রাহিম আকিল প্রাণ হারিয়েছেন। দক্ষিণ বেইরুট হিজবুল্লার শক্ত ঘাঁটি, আমরা সেখানেই আক্রমণ চালিয়েছি।”
আরও পড়ুন: ভয়াবহ খরা ও খাদ্যসঙ্কটে বিপর্যস্ত! দেশবাসীর খাবার যোগান দিতে ২০০ হাতি বধ এখানে
ইতিমধ্যেই ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, “নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক” আক্রমণ চালানো হয়েছে। এই মিসাইল আক্রমণে ইতিমধ্যেই বেইরুটে প্রায় ১৫০ টির উপর রকেট হামলা চালিয়েছে ইজরায়েল।
অন্যদিকে, হিজবুল্লাহও জানিয়েছে, তাঁরাও মোট ছয়টি ইজরায়েলি বেসে আক্রমণ চালিয়েছে। এছাড়াও শুক্রবারেও ইজরায়েলে একের পর এক মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ।