মেক্সিকোর গুয়াদালাহারা শহরের সান আন্দ্রেস এলাকায় নৃশংস হত্যাকাণ্ড! খুন হলেন জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার এসমেরালদা ফেরের গারিবে, তার স্বামী রবার্তো কার্লোস গিল লিসিয়া এবং তাঁদের দুই সন্তান।
বিসর্জনে মত্ত অবস্থায় এ কী করলেন মেয়রের পারিষদ! পদ থেকে সরানো হল শ্রাবণী দত্তকে
সাপ কি মরার পরেও কামড়ায়? প্রকাশ্যে ৩ ভয়ঙ্কর ঘটনা! বিশেষজ্ঞরা জানালেন কী করণীয়
advertisement
কী ভাবে ধরা পড়ল ঘটনা?
এসমেরালদা ছিলেন টিকটকে পরিচিত মুখ, তার ফলোয়ার ছিল ৪৪ হাজারেরও বেশি। তিনি প্রায়ই বিলাসবহুল গাড়ি, দামি ব্র্যান্ড—ডিওর, গুচি, লুই ভুইতঁ—এবং আড়ম্বরপূর্ণ ছুটির ছবি শেয়ার করতেন।
কেন খুন করা হল?
পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পারে, দেহগুলি যে পিক-আপ ট্রাকে ছিল, সেটি একটি অটো রিপেয়ার শপের সামনে দিয়ে গিয়েছিল। তদন্তে সেই ওয়ার্কশপ থেকে রক্তের দাগ, গুলির খোসা ও একাধিক প্রমাণ উদ্ধার হয়। পুলিশের ধারণা, পরিবারটিকে সেই ওয়ার্কশপের ভিতরে খুন করা হয়েছিল এবং পরে দেহগুলি গাড়িতে ভরে অন্যত্র ফেলে রাখা হয়।
প্রসিকিউটর আলফোনসো গুতিয়েরেজ সান্তিয়ান জানান, ফরেনসিক রিপোর্ট এখনও আসেনি, তবে উদ্ধার হওয়া প্রমাণ থেকেই নিশ্চিত হওয়া যাচ্ছে খুন ওই ওয়ার্কশপেই হয়েছে। এই ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করে—হেক্টর ম্যানুয়েল ভালদিভিয়া মার্টিনেজ ও এক ব্যক্তি, যার ডাকনাম এল চিনো। তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়।
তবে এখানেই শেষ নয়। মুক্তি পাওয়ার পর হেক্টর ও এল চিনো তাঁদের দুই আত্মীয়কে নিয়ে বেরোলে, সশস্ত্র দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। জানা যায়, আক্রমণকারীরা অন্তত দুই ঘণ্টা ধরে জায়গাটিতে নজরদারি চালাচ্ছিল। পরিকল্পনা মতো হামলায় এল চিনো পালাতে সক্ষম হলেও অন্য তিনজন নিখোঁজ হয়ে যায়। এই রহস্যময় ঘটনা পরম্পরার পর পুলিশ বিশেষভাবে তদন্ত চালাচ্ছে।