TRENDING:

ওবামা-বিল গেটসদের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ২ কিশোর সহ আটক ৩

Last Updated:

১৩০ ব্যক্তির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ১৭ বছরের এক কিশোর !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফ্লোরিডা: বারাক ওবামা, বিল গেটস, এলন মাস্ক, ওয়ারেন বাফেট-সহ সম্প্রতি বিশ্বের কয়েকজন তাবড় ব্যক্তিত্বের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক নিয়ে উত্তাল হয়েছে গোটা বিশ্ব৷ প্রশ্ন উঠেছে ট্যুইটারের নিরাপত্তা নিয়ে৷ বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন, এলন মাস্ক, ওয়ারেন বাফেট, জেফ বেজস, কিম কারদাশিয়ান-সহ ১৩০ জন বিখ্যাত ব্যক্তিত্বদের ট্যুইটার অ্যাকাউন্ট রাতারাতি হ্যাক করে তাক লাগিয়ে দেয় হ্যাকাররা। এই ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ। এই তিন জনের মধ্যে রয়েছে এক ১৭ বছরের কিশোর! এই কিশোরই নাকি এই হ্যাকিং-এর মাস্টারমাইন্ড, এমনটাই জানাচ্ছে ফ্লোরিডা পুলিশ।
advertisement

রিপোর্ট অনুযায়ী, বিখ্যাত ব্যক্তিত্বদের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে স্ক্যামিং করে ১৭ বছর বয়সী কিশোর গ্রাহাম ইভান ক্লার্ক। জানা গিয়েছে, এটা ক্লার্কের প্রথম হ্যাক নয়৷ এর আগে এপ্রিল মাসে তার কাছ থেকে ৭ লক্ষ ডলার মূল্যের বিট কয়েন উদ্ধার করে মার্কিন গোয়েন্দা সংস্থা। ট্যুইটার অ্যাকাউন্টগুলি হ্যাক করার আগেই তার উপর নজরদারি ছিল ফেডারেল এজেন্টদের। দ্বিতীয় জন ১৯ বছরের এক কিশোর- ম্যাসন শেপার্ড আর তৃতীয় জন নিমা ফাজেলি, ২২ বছর বয়স।

advertisement

ফ্লোরিডার নিরাপত্তা সংস্থা জানিয়েছে, প্রথমে হ্যাকাররা ট্যুইটারের কর্মীদের কাছ থেকে তাদের ব্যবহৃত ট্যুইটার সিস্টেম আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে নেয়। তারপর সেখান থেকে প্রভাবশালী ব্যক্তিদের আইডির পাসওয়ার্ড রিসেট করে সেখান থেকে ট্যুইটগুলি করে। এই ট্যুইটারে দেওয়া ট্যুইটের মাধ্যমে তারা ১ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি সংগ্রহ করতে সক্ষম হয়।

advertisement

এ ঘটনার পর নিরাপত্তা সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ।

গত ১৬ জুলাই, বারাক ওবামা, বিল গেটস, জেফ বেজসদের মতো ব্যক্তিত্বদের ট্যুইটার হ্যান্ডেল থেকে একইরকম বিটকয়েন প্রতারণামূলক ট্যুইট করে হ্যাকাররা৷ যাতে বলা হয়, 'আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন। করোনা পরিস্থিতির কথা ভেবে আমিও আপনাদের কিছু ফেরত দিতে চাই। আগামী আধ ঘণ্টার মধ্যে আমার অ্যাকাউন্টে যদি কেউ ১ হাজার ডলার পাঠায়, তা হলে আমি তাঁকে ২ হাজার ডলার দেব। ৩০ মিনিট মাত্র সময় আছে৷' সূত্রের খবর, অনেকে বিশ্বাস করে সেই টাকা পাঠিয়েও দিয়েছেন৷

advertisement

তেসলা সিইও এলন মাস্ক ও মাইক্রোসফট-এর কর্ণধার বিল গেটসের অ্যাকাউন্ট থেকে ট্যুইট ডিলিট করা হয়৷ তারপর দ্বিতীয়বার ফের একই ট্যুইট৷ হ্যাকাররা প্রমাণ করে দেয়, তারা পৃথিবীর যে কোনও ব্যক্তির ট্যুইটার হ্যান্ডেল হ্যাক করতে পারে৷ এই ট্যুইটগুলির সঙ্গে একটি করে লিঙ্কও দেওয়া ছিল। সেলিব্রিটিদের ট্যুইটার অ্যাকাউন্ট থেকেও একইরকম ট্যুইট করা হয়। যা দেখে বিভ্রান্ত হয়ে যান তাঁদের ফলোয়াররা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

ট্যুইটারে এই ধরনের বিটকয়েন স্ক্যাম হ্যাক সাধারণ বিষয়৷ এই ধরনের ঘটনা আগেও ঘটেছে৷ কিন্তু বিশ্বের তাবড় সেলেবদের ভেরিফায়েড ট্যুইটার হ্যান্ডেল হ্যাকড হল, এটাই ভাবাচ্ছে সংস্থাকে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ওবামা-বিল গেটসদের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ২ কিশোর সহ আটক ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল