TRENDING:

Horror Story:গা ছমছমে সুড়ঙ্গপথ, আরোহী মিলিয়ে গেল হাওয়ায়, কী রহস্য লুকিয়ে রয়েছে এখানে? জানলে আঁতকে উঠবেন

Last Updated:

এই সুড়ঙ্গে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ শোনা যায়, একটা নির্মাণ কার্য চালানোর সময় প্রায় সাতজন শ্রমিক মারা যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: এক ভয়ঙ্কয় গা ছমছমে ঘটনা৷ টানা আলো আঁধারি সুড়ঙ্গ-পথ৷ এক পথচারী বাইক আরোহীর কাছ থেকে লিফ্ট চাইলেন৷ তিনিও তাঁকে দিলেন৷ কিন্তু সেই দীর্ঘ অন্ধকার সুরঙ্গ পথের শেষে গিয়েই ঘটল মারাত্মক ঘটনা৷
সুড়ঙ্গ পথে অনেক ভৌতিক কার্যকলাপ হয় বলে অনেকের বিশ্বাস. (Representative Image)
সুড়ঙ্গ পথে অনেক ভৌতিক কার্যকলাপ হয় বলে অনেকের বিশ্বাস. (Representative Image)
advertisement

পথচারীটি আর বাইকেই নেই৷ যেন হাওয়ায় মিলিয়ে গেল৷ এ কেমন হল! রোমাঞ্চে, ভয়, সারা শরীর কাঁপতে লাগল বাইক আরোহীর৷

আরও পড়ুন: পৃথিবীর অভিশপ্ত কাল! কী ঘটেছিল ৫৩৬ সালে? ইতিহাসবিদরা যে ভয়ঙ্কর কথা জানালেন

এই সুড়ঙ্গের লন্ডনে অবস্থিত৷ সেখানে গেলেই নানাধরনের অদ্ভুত ভৌতিক কান্ডের সামনাসামনি পড়তে হতে পারে৷ উপরের ঘটনাটিও এমনই এক ভৌতিক অভিজ্ঞতারই উদাহরণ৷

advertisement

বাইক আরোহীটি এরপরও তাঁর কৌতুহল চেপে রাখতে পারেনি৷ সেই রহস্যজনক ব্যক্তির বলা ঠিকানায় তিনি গিয়েছিলেন৷ কিন্তু যা জানতে পারলেন তা মারাত্মক! ব্যক্তিটি বহুকাল আগে ওই সুড়ঙ্গেই বাইক দুর্ঘটনায় মারা যায়৷

আরও পড়ুন: ক্যামেরা চলে গেল হাজার ফুট নীচে, তারপর যা দেখা গেল! দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

আইসি সেডগউইক, একজন পডকাস্টার তিনি এক চিঠিতে এই একই ঘটনার উল্লেখ করে৷ সময়টা ১৯৬০৷ তখনও এই সুড়ঙ্গ ব্যস্ত হয়ে ওঠেনি৷ এখানেই এক মারাত্মক বাইক অ্যাক্সিডেন্টে এক ব্যক্তির মৃত্যু হয়৷

advertisement

অনেকেই বলে থাকেন ঘটনার ঠিক এক সপ্তাহ পর ওই একই জায়গায় এক আর্তনাদের শব্দ শোনা যায়৷

এই সুড়ঙ্গে আরও এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ শোনা যায়, একটা নির্মাণ কার্য চালানোর সময় প্রায় সাতজন শ্রমিক মারা যায়৷

এমন আলো-আঁধারি কত জায়গাতে দাঁড়ালেই গা ছমছম করে ওঠে৷ কত জায়গার কত ভৌতিক গল্প ছড়িয়ে আছে৷ কেউ বিশ্বাস করে, কেউ করে না৷ ওই যে বলে ‘বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর’৷ এও ঠিক তেমনই৷

advertisement

এই লন্ডনের সুড়ঙ্গ আজ হিচহিকার সুড়ঙ্গ নামে বিখ্যাত৷ প্রতিদিন কত কত গাড়িও চলে৷

কিন্তু যখনই শহরের বুকে রাত নেমে আসে তখনই যেন নতুন করে জেগে ওঠে সুড়ঙ্গটি৷ তার কারণ আশে পাশে ছড়িয়ে থাকা কিংবদন্তি গল্প না কি সত্যি কোনও ভৌতিক উপলব্ধি কে জানে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Disclaimer: এই ঘটনা সম্পূর্ণভাবে জনশ্রুতির উপরে আধারিত। News 18 Bangla কোনও অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন করে না।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Horror Story:গা ছমছমে সুড়ঙ্গপথ, আরোহী মিলিয়ে গেল হাওয়ায়, কী রহস্য লুকিয়ে রয়েছে এখানে? জানলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল