TRENDING:

'ভারতের পতাকা ছিঁড়বেন?' অফারে পাকিস্তানিরা যা করলেন... Video ভাইরাল!

Last Updated:

কটি সাম্প্রতিক ইউটিউব ভিডিয়ো৷ আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে 'LahoriFied' নামে একটি ইউটিউব চ্যানেল ভিডিয়ো পোস্ট করেছে৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাহোরের জনবহুল লিবার্টি মার্কেটে দুই যুবক ভারতের পতাকা নিয়ে হাঁটতে হাঁটতে পথচলতি মানুষকে দাঁড় করিয়ে বলছেন, 'আপনি কি ভারতের পতাকা ছিঁড়ে ফেলবেন?'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: ভারত-পাকিস্তান বললেই, একটা দীর্ঘ রাজনৈতিক অশান্তি ও ঝগড়া মনে আসে৷ চিরশত্রু৷ কারও কাজ দেশবিরোধী মনে হলে, অনেকেই বলেন, 'তুই এখানে কী করছিস? পাকিস্তানে চলে যা৷' কিন্তু বাস্তবটা হল, আমরা ভারতীয়রা যা ভাবি, আদপে ব্যাপারটি কিন্তু তা নয়৷ বরং একেবারেই উল্টো৷ বেসিক্যালি, আমরা ভুল৷
advertisement

যার প্রমাণ একটি সাম্প্রতিক ইউটিউব ভিডিয়ো৷ আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে 'LahoriFied' নামে একটি ইউটিউব চ্যানেল ভিডিয়ো পোস্ট করেছে৷ ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাহোরের জনবহুল লিবার্টি মার্কেটে দুই যুবক ভারতের পতাকা নিয়ে হাঁটতে হাঁটতে পথচলতি মানুষকে দাঁড় করিয়ে বলছেন, 'আপনি কি ভারতের পতাকা ছিঁড়ে ফেলবেন?' সরাসরি উত্তর পাচ্ছেন, 'না'৷ এরপরই তাঁরা বলছেন, 'আপনাদের আমি ১৫ হাজার টাকা দেব৷ তাও ছিঁড়বেন না?'

advertisement

এরপরেও উত্তর এল, 'না'৷ এ বার ৫০ হাজার টাকার লোভ৷ তাতেও উত্তর সেই 'না'৷ আরেকজনের উত্তরটি ছিল, 'এটা ঠিক নয়৷ ভারতের সঙ্গে আমাদের কোনও ঝগড়া নেই-ই৷ তা হলে কেন পতাকা ছিঁড়বো? আপনি ১০ লক্ষ টাকা অফার দিলেও এই কাজটা করতে পারবো না৷'

দেখুন সেই ভিডিয়ো...

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
'ভারতের পতাকা ছিঁড়বেন?' অফারে পাকিস্তানিরা যা করলেন... Video ভাইরাল!