সম্প্রতি ব্রিটেনে প্রাক্তন রুশ গুপ্তচরকে নার্ভ গ্যাস দিয়ে হত্যার চেষ্টা নিয়ে উত্তেজনার চোরা স্রোত বইছিল দুই দেশের মধ্যে ৷ এ বার প্রকাশ্যে এল সেই ঠাণ্ডা লড়াই ৷ গোয়েন্দা তকমা দিয়ে ৬০ জন রুশ কূটনীতিককে আমেরিকা থেকে বরখাস্ত করল ট্রাম্প প্রশাসন ৷ বন্ধ করে দেওয়া হয়েছে সিয়াটেলের রুশ কনস্যুলেটও ৷ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) ১৪টি দেশও সোমবার রাশিয়ার কূটনীতিকদের বরখাস্তের কথা ঘোষণা করেছে বলে খবর।
advertisement
ওই কূটনীতিকরা দীর্ঘদিন ধরেই ট্রাম্প প্রশাসনের উপর নজরদারি চালাচ্ছিল বলে খবর ৷ ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছে ওই কূটনীতিকদের ৷ আমেরিকার এই সিদ্ধান্তের পরই ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ তাদের দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করছে। সব মিলিয়ে বহিষ্কৃত হওয়ার সংখ্যাটা প্রায় ১০০ ছুঁয়েছে।
গত সপ্তাহে প্রাক্তন রুশ গুপ্তচর ৬৬ বছরের স্ক্রিপাল ও তাঁর ৩৩ বছরের কন্যা ইউলিয়ার ওপর নার্ভ গ্যাসের হামলা হয় ব্রিটেনে। দুজনই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে ব্রিটেন ইতিমধ্যেই সেদেশে নিযুক্ত ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।
অন্যদিকে, ব্রিটেনের ঘটনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে কূটনীতিকদের উপর এ হেন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে রাশিয়া ৷ এতে আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তোলা হচ্ছে বলে মনে করছে পুতিন প্রসাশন ৷