TRENDING:

Diamond! মুগ্ধ করল রঙিন হিরের আলোর ছটা , দাম 'মাত্র' ২১৩ কোটি টাকা

Last Updated:

কেন এই হিরের (Diamond) দাম এতটা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হংকং: হিরের দামে বিশ্বরেকর্ড (Diamond price record)! হিরে দামী, এটা সবাই জানেন৷ কিন্তু সেই দাম কত দূর পর্যন্ত গড়াতে পারে, তার কোনও ধারণা আছে কি? হিরের দাম পৌঁছল ২৯.৩ মিলিয়ান ডলার৷ ভারতীয় মুদ্রায় যার দাম ২১৩ কোটি টাকা (213 Crore rupees)! সব দামের রেকর্ড ভেঙে আপাতত এটাই বিশ্বের সবচেয়ে দামী হিরে হিসেবে ধার্য হয়েছে৷ এটি কাঁচের মত স্বচ্ছ নয়, হাল্কা গোলাপী-বেগুনি রঙের এই হিরে (Pink Purple diamond)৷ এটি ১৫.৮১ ক্যারেটের৷ ২৩ মে ক্রিস্টির হংকং ম্যাগনিফিশিয়েন্ট জুয়েলস লাইভ অকশনে ( Christie’s Hong Kong Magnificent Jewels Live Auction)ওঠে এই হিরে৷ অকশনে এর এতোটা দাম ওঠে৷ প্ল্যাটিন্যাম এবং সোনার (Platinum gold with diamond)আংটিতে বসানো রয়েছে এই উজ্জ্বল হিরে৷ এর নাম সাকুরা,(The Sakura) জাপানের চেরি ব্লসম (Japanese Cherry Blossom) ফুলের অপর নাম সাকুরা৷ সেই নাম অনুযায়ী এই হিরের নামকরণ হয়েছে৷
advertisement

কেন এই হিরের দাম এতটা? এই ধরনের হিরে বিরল, আসাধারণ স্বচ্ছতা, উজ্জ্বল রঙ এবং বিরাটাকারের জন্য এই হিরেটি অন্যান্য হিরের তুলনায় অনেকটাই আলাদা৷ একে প্রকৃতির একটি বিরলতম দান বলেই মনে করছেন হিরে বিশেষজ্ঞরা৷ এমনকী ক্রিস্টির অকশন হাউজেও উঠে এসেছে এমনই মন্তব্য৷ এশিয়ার এক ধনকুবের দা সাকুরা হিরেটি কিনেছেন৷ যদিও তিনি কে, বা তাঁর সঠিক পরিচয়, কোনও কিছুই জানা যায়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

একটি বিজ্ঞপ্তিতে ক্রিস্টির (Christie’s) পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি তাঁদের নিলাম প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ইতিহাস তৈরি করেছে৷ দামের দিক থেকে সব রেকর্ড ভেঙে দিয়েছে দা সাকুরা৷ তাঁদের নিলাম ঘরের নাম আরও প্রসিদ্ধ হচ্ছে দা সাকুরার হাত ধরে৷ রঙিন হিরে খুব বেশি ভারী হয় না৷ তবে দা সাকুরার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা৷ এটি ওজনের দিক থেকেও অনবদ্য৷ ১৫.৮১ ক্যারেট ওজন এই হিরের, যা রঙিন হিরের ক্ষেত্রে বিরল৷ আরও জানিয়েছে ক্রিস্টি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Diamond! মুগ্ধ করল রঙিন হিরের আলোর ছটা , দাম 'মাত্র' ২১৩ কোটি টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল