TRENDING:

Diamond! মুগ্ধ করল রঙিন হিরের আলোর ছটা , দাম 'মাত্র' ২১৩ কোটি টাকা

Last Updated:

কেন এই হিরের (Diamond) দাম এতটা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হংকং: হিরের দামে বিশ্বরেকর্ড (Diamond price record)! হিরে দামী, এটা সবাই জানেন৷ কিন্তু সেই দাম কত দূর পর্যন্ত গড়াতে পারে, তার কোনও ধারণা আছে কি? হিরের দাম পৌঁছল ২৯.৩ মিলিয়ান ডলার৷ ভারতীয় মুদ্রায় যার দাম ২১৩ কোটি টাকা (213 Crore rupees)! সব দামের রেকর্ড ভেঙে আপাতত এটাই বিশ্বের সবচেয়ে দামী হিরে হিসেবে ধার্য হয়েছে৷ এটি কাঁচের মত স্বচ্ছ নয়, হাল্কা গোলাপী-বেগুনি রঙের এই হিরে (Pink Purple diamond)৷ এটি ১৫.৮১ ক্যারেটের৷ ২৩ মে ক্রিস্টির হংকং ম্যাগনিফিশিয়েন্ট জুয়েলস লাইভ অকশনে ( Christie’s Hong Kong Magnificent Jewels Live Auction)ওঠে এই হিরে৷ অকশনে এর এতোটা দাম ওঠে৷ প্ল্যাটিন্যাম এবং সোনার (Platinum gold with diamond)আংটিতে বসানো রয়েছে এই উজ্জ্বল হিরে৷ এর নাম সাকুরা,(The Sakura) জাপানের চেরি ব্লসম (Japanese Cherry Blossom) ফুলের অপর নাম সাকুরা৷ সেই নাম অনুযায়ী এই হিরের নামকরণ হয়েছে৷
advertisement

কেন এই হিরের দাম এতটা? এই ধরনের হিরে বিরল, আসাধারণ স্বচ্ছতা, উজ্জ্বল রঙ এবং বিরাটাকারের জন্য এই হিরেটি অন্যান্য হিরের তুলনায় অনেকটাই আলাদা৷ একে প্রকৃতির একটি বিরলতম দান বলেই মনে করছেন হিরে বিশেষজ্ঞরা৷ এমনকী ক্রিস্টির অকশন হাউজেও উঠে এসেছে এমনই মন্তব্য৷ এশিয়ার এক ধনকুবের দা সাকুরা হিরেটি কিনেছেন৷ যদিও তিনি কে, বা তাঁর সঠিক পরিচয়, কোনও কিছুই জানা যায়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একটি বিজ্ঞপ্তিতে ক্রিস্টির (Christie’s) পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি তাঁদের নিলাম প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং ইতিহাস তৈরি করেছে৷ দামের দিক থেকে সব রেকর্ড ভেঙে দিয়েছে দা সাকুরা৷ তাঁদের নিলাম ঘরের নাম আরও প্রসিদ্ধ হচ্ছে দা সাকুরার হাত ধরে৷ রঙিন হিরে খুব বেশি ভারী হয় না৷ তবে দা সাকুরার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা৷ এটি ওজনের দিক থেকেও অনবদ্য৷ ১৫.৮১ ক্যারেট ওজন এই হিরের, যা রঙিন হিরের ক্ষেত্রে বিরল৷ আরও জানিয়েছে ক্রিস্টি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Diamond! মুগ্ধ করল রঙিন হিরের আলোর ছটা , দাম 'মাত্র' ২১৩ কোটি টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল