ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস ২০১৬
*সেরা ফুটবলার (পুরুষ)*
_ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ)_
*সেরা ফুটবলার (মহিলা)*
_কার্লি লয়েড (আমেরিকা)_
*সেরা কোচ*
_ক্লডিও রেনিয়ারি (লেস্টার সিটি)_
*পুসকাস অ্যাওয়ার্ড* (গোল অফ দ্য ইয়ার)
_মহম্মদ ফায়েজ সাবরি (মালয়েশিয়া)_
*সেরা ফ্যান*
advertisement
_লিভারপুল এবং বরুসিয়া ডর্টমুন্ড_
*ফেয়ার প্লে অ্যাওয়ার্ড*
_অ্যাটলেটিকো ন্যাশিওনাল_
*অসাধারণ কেরিয়ার*
_ফ্যালকাও (ব্রাজিলের ফুটসল প্লেয়ার)_
*FIFA FIFPro সেরা একাদশ*
ম্যানুয়াল ন্যুয়র ( জার্মানি, বায়ার্ন মিউনিখ),দানি আলভেস ( ব্রাজিল/ জুভেন্তাস), জেরার্ড পিকে ( স্পেন/ বার্সেলোনা), সার্জিও রামোস ( স্পেন/ রিয়াল মাদ্রিদ), মার্সেলো ( ব্রাজিল/রিয়াল মাদ্রিদ), লুকা মদ্রিচ ( ক্রোয়েশিয়া/ রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস ( জার্মানি/ রিয়াল মাদ্রিদ, অ্যান্দ্রে ইনিয়েস্তা (স্পেন/ বার্সেলোনা), লিওনেল মেসি ( আর্জেন্টিনা/ বার্সেলোনা), লুইজ সুয়ারেজ ( উরুগুয়ে/ বার্সেলোনা), ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল/ রিয়াল মাদ্রিদ)
২০০৮ সালে প্রথম ফিফার বর্ষসেরা ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যলন ডি’অর পুরস্কার জিতেছিলেন রোনাল্ডো। এরপর ফিফা ও ব্যালন ডি’অর দুটি পুরস্কার এক হয়ে যাওয়ায় ২০১৩ ও ২০১৪ সালের ‘ফিফা ব্যালন ডি’অর’ জেতেন পর্তুগিজ তারকা। দুটি পুরস্কার আলাদা হয়ে যাওয়ার পর ২০১৬ সালের ব্যালন ডি’অর জেতার পর ফিফার ‘দ্য বেস্ট’ হয়ে চর্তুথবারের মতো তিনি হলেন বর্ষসেরা ফুটবলার।
এর মধ্যেই আবার পোগবা-নেইমার-বুফোঁ-দের বর্ষসেরা দলে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ গত বছর সবচেয়ে দামী ফুটবলার হিসেবে পোগবা এবং তাঁর জুভেন্তাসের টিমমেট জিয়ানলুইগি বুফোঁকে এই দলে দেখতে পাওয়ার আশা অনেকেই করেছিলেন ৷ কিন্তু বুফোঁকে বিশ্বের দ্বিতীয় সেরা গোলকিপার হিসেবেই বাছাই করা হয়েছে এবার ৷ প্রথম একাদশে জায়গা না পাওয়াদের তালিকায় সবার উপরে অবশ্য নাম থাকবে ব্রাজিলের নেইমারের ৷ কারণ বার্সেলোনাকে দু-দু’টো ঘরোয়া ট্রফি জেতানোর পাশাপাশি ব্রাজিলকে অলিম্পিকে সোনা এনে দেওয়ার পিছনেও নেইমারের ভূমিকা ছিল অনেক ৷ কিন্তু তা সত্ত্বেও ফিফার বর্ষসেরা দলে জায়গা হয়নি তাঁর ৷