গত বছরের ফেব্রুয়ারিতে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ১১ বছরের কারাদণ্ডের ঘোষণা করে লাহোরের অ্যান্টি টেরোরিজম কোর্ট। ২৬-১১ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড ছিল হাফিস সইদ। এই জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৬৬ জন এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। রাষ্ট্রসংঙ্ঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সইদকে 'গ্লোবাল টেররিস্ট' হিসাবে ঘোষণা করেছে।
advertisement
পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, আদালতের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার লাহোর সন্ত্রাসবিরোধী আদালত জামায়াতে উদ-দাওয়া প্রধান হাফিজ সাইদসহ জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। সংগঠনের নেতাদের বিরুদ্ধে মোট ৪১ টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ২৪ টি মামলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাকি মামলার শুনানি এখনও হয়নি। সইদের বিরুদ্ধে চারটি মামলায় রায় এসেছে।