TRENDING:

‘কান ফাটানো শব্দ ! তারপরেই ভেঙে পড়ল বিমান...’ কপাল জোরে বেঁচে যাওয়া যাত্রীর বয়ান

Last Updated:

শুক্রবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলেন কাজাখস্তানের আলমাটির মানুষ ৷ উচ্চতা হারিয়ে ফেলার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলমাটি: শীতকালে মধ্য এশিয়া, রাশিয়ার আকাশে বিমান চালাতে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয় পাইলটদের ৷ আবহাওয়া একেবারেই বিমান চালানোর অনুকূল নয় ৷ শুক্রবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলেন কাজাখস্তানের আলমাটির মানুষ ৷ উচ্চতা হারিয়ে ফেলার জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷
advertisement

পাঁচ জন ক্রু মেম্বারের পাশাপাশি মোট ৯৩জন যাত্রী ছিলেন ওই বিমানে ৷ টেক অফের অল্প কিছুক্ষণের মধ্যেই দোতলা একটি বাড়ির উপর গিয়ে আছড়ে পড়ে বেক এয়ারের বিমানটি ৷ এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আলমাটি থেকে কাজখস্তানের রাজধানী নুর সুলতানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বেক এয়ারের ফক্কার ১০০ এয়ারক্রাফ্টটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিমানবন্দরের কাছেই একটি বাড়িতে ভেঙে পড়ে বিমানটি ৷ এদিন সকাল ৭টা ২২ মিনিটে বিমানটি ওড়ে আলমাটির বিমানবন্দর থেকে ৷ বিমানটি টেক অফের সময়ই কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। বিমানটির উড়ানের সময় ওই অঞ্চলে ঘন কুয়াশার চাদর ছিল বলেও জানা গিয়েছে। ফলে কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবেও ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে ৷ দুর্ঘটনা বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, ‘‘ প্লেনটা আড়াআড়িভাবে উড়ছিল ৷ একদম সিনেমার কোনও দৃশ্যের মতোই ৷ প্লেন ক্র্যাশ হচ্ছে বুঝতে পেরে প্রত্যেক যাত্রীরাই চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি করছিলেন ৷ তারপর বীভৎস্য একটা শব্দ ৷ ভেঙে পড়ে বিমানটি ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
‘কান ফাটানো শব্দ ! তারপরেই ভেঙে পড়ল বিমান...’ কপাল জোরে বেঁচে যাওয়া যাত্রীর বয়ান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল