দশ দিন আগে আত্মীয় স্বজনদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের পলাকোল্লুতে সপরিবারে সময় কাটিয়ে যান কৃষ্ণ ও আশা৷ আমেরিকায় ফেরবার পথে দুবাইয়ে একসঙ্গে নিউ ইয়ার-ও উদযাপন করেন৷ তাঁদের মৃত্যুর খবরে শোকের ছায়া পলাকোল্লু শহরে৷ ওয়াশিংটনের প্রবাসী ও অভিবাসী তেলুগু কমিউনিটি এবং তেলুগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার তরফে চেষ্টা চলছে নিহত দম্পতির দুই সন্তান এবং ভারতে বসবাসকারী আত্মীয়দের মধ্যে সংযোগ স্থাপনের৷
advertisement
আরও পড়ুন : ‘খুব সাবধান’, মাদুরোকে বন্দি করেই পাদ্রোকে হুমকি! এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে হুঁশিয়ারি ট্রাম্পের
পলাকোল্লুতে তাঁদের এক পারিবারিক বন্ধু জানিয়েছেন, ‘‘কয়েক দিন আগেও ভারতে আসার সময় ওঁরা কত খুশি ছিলেন৷ ওঁদের এই খবর শুনে আমরা বিধ্বস্ত৷’’ আমেরিকার ওয়াশিংটনে চিকিৎসাধীন দুই শিশুর জন্য উদ্বিগ্ন ভারতে বসবাসকারী পরিজনরা৷ আমেরিকা থেকে নিয়মিত আসা মেডিক্যাল আপডেটের অপেক্ষায় আছেন তাঁরা৷
